সংক্ষিপ্ত
কালীপুজো উপলক্ষে বিশেষ সুবিধা পাবে যাত্রীরা। ২৪ ও ২৫ অক্টোবর বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করল কর্তৃপক্ষ। দিওয়ালি ও কালীপুজোর দিন ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরে ৭২টি ও ৯০টি মেট্রো চলবে। কখন থেকে পরিষেবা পাবেন যাত্রীরা?
কালীপুজো উপলক্ষে বিশেষ সুবিধা পাবে যাত্রীরা। ২৪ ও ২৫ অক্টোবর বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করল কর্তৃপক্ষ। দিওয়ালি ও কালীপুজোর দিন ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরে ৭২টি ও ৯০টি মেট্রো চলবে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আগামী ২৪ অক্টোবর ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরে চলবে ৭২টি ট্রেন ও তাঁর ঠিক পরের দিন অর্থাৎ ২৫ অক্টোবর দিওয়ালির দিন ৯০টি মেট্রো চলবে ওই রুটে।
কখন থেকে পরিষেবা পাবেন যাত্রীরা?
কালীপুজোর দিন সকাল ৭টা ৫৫ মিনিটে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী সকালের প্রথম মেট্রো ছাড়বে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী সকালের প্রথম মেট্রো ছাড়বে ৮টায়। রাতের শেষ মেট্রো পাওয়া যাবে সন্ধ্যা ৭টা বেজে ৩৫ মিনিটে। আবার সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। এই দু'দিন ২০ মিনিট ছাড়া ছাড়া মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
২৪ তারিখ ইস্ট ওয়েস্ট রুটে মোট ৭২টি মেট্রো চলবে। এর মধ্যে ৩৬টি আপ ও ৩৬টি ডাউন লাইনে মেট্রো চলবে। পরের দিন ২৫ অক্টোবর দিওয়ালির দিন ইস্ট ওয়েস্ট রুটে চলবে ৯০টি মেট্রো। এর মধ্যে ৪৫ আপ ও ৪৫টি ডাউন লাইনে চলবে। এই দিন শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা বেজে ৪০ মিনিটে।
আরও পড়ুন - জলের তলা দিয়ে মেট্রো ছুটবে জুনে, হাওড়া-শিয়ালদহের যাত্রীরা কাউন্টডাউন শুরু করুন
আরও পড়ুন - যাত্রীদের গোলাপ ফুল দিয়ে স্বাগত, ইতিহাস রচনা করে যাত্রা শুরু শিয়ালদহ-সেক্টর ৫ মেট্রোর, সেরা ১০ ছবি
আরও পড়ুন - ১৪ জুলাই ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে ইতিহাসের ক্ষণ, একই দিনে শিয়ালদহ থেকে ছুটছে ১০০ মেট্রো ট্রেন