সংক্ষিপ্ত
- ফের পুলিশ পরিচয়ে প্রতারণা ঘটনা ঘটল কলকাতায়
- ঘটনাটি ঘটেছে কলকাতার জোড়া বাগান এলাকায়
- পুলিশের পরিচয় দিয়ে গয়না নিয়ে চম্পট দিল চোর
- এই ঘটনায় তদন্তে নেমেছে জোড়াবাগান থানার পুলিশ
ফের পুলিশ পরিচয়ে প্রতারণা ঘটনা ঘটল কলকাতায়। পুলিশের পরিচয় দিয়ে এক ব্য়ক্তির থেকে রূপোর গয়না সহ দামী রত্ন ও মুক্তো নিয়ে চম্পট দিল চোর। ঘটনাটি ঘটেছে কলকাতার জোড়া বাগান এলাকায়। ঘটনার পরই জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্য়াক্তি। যে গাড়িতে করে দুষ্কৃতিরা এসেছিলেন সেটিও সনাক্ত করতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন, পরীক্ষা শুরুর এক ঘণ্টা যাওয়া যাবে না শৌচাগারে, নয়া বিধি উচ্চমাধ্যমিকে
সূত্রের খবর, বারাসাতের এক গয়না ব্য়বসায়ী তাঁর এক কর্মচারী লোকনাথ রাজবংশীকে কলকাতা পাঠিয়েছিলেন রূপো কিনতে। সেগুলি কিনে ব্য়াগে ভরে বিকে পাল এভিনিউ-র কাছে অটোতে উঠতে যান। তখন সাদা পোশাকের পুলিশ সেজে প্রতারক গাড়ি আটকায়। এরপর কাগজ দেখাতে না পারলে থানায় যেতে হবে বলে লোকনাথ বাবু গাড়িতে তোলে। তারপর কিছু দূর যেতেই তার থেকে যাবতীয় রূপোর গয়না সহ দামী রত্ন ও মুক্তো নিয়ে নেয় এবং তাঁকে ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দেয় বলে অভিযোগ।
আরও পড়ুন, দোলের পরেই সুখবর, একলাফে দাম কমল পেট্রোল-ডিজেলের
এই ঘটনার পরই জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের করেন লোকনাথবাবু। যে গাড়িতে করে দুষ্কৃতিরা এসেছিলেন সেটি সনাক্ত করতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় কোনও পুলিশ কর্মী যুক্ত আছেন কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীর দল।
আরও পড়ুন, মহাকরণের সামনেই মনের সুখে টিকটক ভিডিও, তাড়া খেয়ে আহত যুবক