সংক্ষিপ্ত
- করোনা আতঙ্কে আপাতত খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান
- নভেম্বরেও বন্ধ থাকবে স্কুল-কলেজ-অঙ্গনওয়াড়ি কেন্দ্র
- নয়া বিজ্ঞপ্তি জারি করা হল নবান্নের তরফে
- সিনেমাহল, যাত্রা ও নাটকের ক্ষেত্রে বহাল থাকল ছাড়
জল্পনার অবসান। নভেম্বরেও স্কুল-কলেজ, এমনকী অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও বন্ধ থাকবে এ রাজ্যে। নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হল সোমবার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্রেফ পেশাদার সাতারু ছাড়া বাকিদের জন্য বন্ধ থাকবে সুইমিং পুল। তবে পঞ্চাশ শতাংশ আসন নিয়ে আগের মতোই খোলা থাকবে সিনেমা হল, যাত্রা ও নাটকের মঞ্চ।
আরও পড়ুন: মুম্বই মডেলে ট্রেন চলবে বাংলায়ও, ৭২ ঘণ্টার মধ্যে পরিষেবা চালুর আশ্বাস রেলের
রাজ্যে করোনার গ্রাফ ফের উর্ধ্বমুখী। বিশেষজ্ঞদের আশঙ্কা, উৎসবের মরশুম ও শীতকালে সংক্রমণে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে পারে দেশে। ফলে ঝুঁকি নিতে নারাজ কেন্দ্রীয় সরকার। আনলক সিক্স নয়, আনলক ফাইভের গাইডলাইনের মেয়াদ আরও একমাস বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার সেই পথে হাঁটল রাজ্য সরকারও।
আরও পড়ুন: ফের পুলিশ প্রশাসনে রদবদল, বদলি করা হল জীবনতলা, ভাঙর-সহ বেশ কয়েকটি থানার ওসি-কে
আনলকে পর্বে সড়কপথে সচল পরিবহণ। কলকাতায় চালু হয়ে গিয়েছে মেট্রোও। পরিস্থিতি যা, তাতে স্বাস্থ্যবিধি মেনে খুব তাড়াতাড়ি বাংলায় চলবে লোকাল ট্রেনও। স্কুল-কলেজ খোলা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই নয়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত ৩০ নভেম্বর পর্যন্ত স্কুল-কলেজ, এমনকী অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও বন্ধ থাকবে। প্রশাসনের আগাম অনুমতি নিয়ে ঘেরা জায়গায় পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে করতে হবে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান।