সংক্ষিপ্ত
- কলকাতা এসটিএফের জালে ভিন রাজ্যের জাল নোটের প্রতারণাচক্র
- বেলেঘাটা রোড থেকে ২ লক্ষ ৮০ হাজার টাকার জাল নোট উদ্ধার
- ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক তামিলনাড়ুর বাসিন্দাকে
এবার কলকাতা এসটিএফের জালে ভিন রাজ্যের জাল নোটের প্রতারণা চক্র। শিয়ালদহ স্টেশন সংলগ্ন বেলেঘাটা রোড থেকে ২ লক্ষ ৮০ হাজার টাকার জাল নোট সহ গ্রেফতার করা হয়েছে এক তামিলনাড়ুর বাসিন্দাকে। ধৃতের নাম রাজু ভি কাঞ্চিপূরম। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি তামিলনাড়ুর কাঞ্চিপুরমের বাসিন্দা। তাঁর কাছ থেকে মোট ১৪০টি ২০০০ টাকার নোট উদ্ধার করে স্পেশ্যাল টাস্ক ফোর্স। আজ তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চাইবে এসটিএফ।
মালদহে এনআরসি গুজব, আতঙ্কে বিডিও অফিসে উপচে পড়ছে ভিড়
একাদশ শ্রেণির সুপর্ণার হাতে রূপ পেল বিশ্বকর্মা
জানা গেছে, বহুদিন ধরেই তামিলনাড়ু থেকে রাজ্য়ে জাল নোট ঢুকছে বলে খবর পাচ্ছিলেন এসটিফের গোয়েন্দারা। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বেলাঘাটা রোডে হানা দেন তারা। ধরা পরে অভিযুক্ত। তবে গোয়েন্দাদের ধারণা, ধৃত রাজু এই চক্রের কিং পিন নয় । এর পিছনে রয়েছে আরও বড় কোনও চক্র। তারাই ধাপে ধাপে রাজ্যে জাল নোট ঢোকাতে চাইছে। আগে সীমান্তবর্তী মালদায় বহু জাল নোটের কারবারির হদিশ পাওয়া যেত। বাংলাদেশ থেকেই এই চক্র সক্রিয় ছিল বলে জানাত গোয়েন্দারা। এখন দেখা যাচ্ছে, আর বাংলাদেশ নয় খোদ ভিন রাজ্য থেকেই খাস কলকাতায় জাল নোট ঢুকছে। নোটবন্দির পর আরও যেন সহজ হয়েছে জাল নোটের কারবারিদের কাজ। ২০০০ টাকার নোট দিয়েই দেশের অর্থনীতিতে ধাক্কা দেওয়া যাচ্ছে।
কেউ কথা রাখেনি, উরি-তে শহিদ বিশ্বজিৎ-এর পরিবারের এক সত্য কাহিনি