সংক্ষিপ্ত


বুধবার ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বোর্ড গঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় এসে শিল্পকেই লক্ষ্য বানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। 


বুধবার ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বোর্ড গঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় এসে শিল্পকেই লক্ষ্য বানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এদিন পানাগড়ে পলিফিল্ম কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন মুখ্য়মন্ত্রী।

আরও পড়ুন, 'পারলে কলকাতায় আসুন', দিল্লিতে ED-র তলবে যাচ্ছেন না অভিষেক পত্নী রুজিরা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় এদিন বলেছেন, দুয়ারে সরকার সহ একাধিক সামাজিক প্রকল্পে সাফল্য পেয়েছে রাজ্য। এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন শিল্প। এদিন তিনি একাধিক শিল্পের কথা ঘোষণা করেছেন। দেউচাপচামিতে বিদ্যুৎ উৎপাদন, তাজপুর বন্দর এবং ডানকুনি থেকে রঘুনাথপুর পর্যন্ত ডেডিকেটেড ফ্রেট করিডোরের ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর দাবি, এই তিন শিল্পে লক্ষাধিক মানুষের লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। পাশপাশি তিনি আরও দাবি জানিয়েছেন, দেশে যখন কর্মসংস্থান সঙ্কুচিত হচ্ছে, রাজ্যে তখন ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে।'

"

আরও পড়ুন, 'কোভিডে মৃত্যু হয়নি', সন্তানকে হারানোর ১৩ মাস পর জানতে পারল পরিবার

অপরিদিকে তিনি আরও বলেছেন, এখন আমার ডেস্টিনেশন শিল্প। সামাজিক কর্মসূচিতে এখন আমরা এক নম্বর। এখন আমার নজর শিল্প কারখানায়। দেউচায় বিশ্বের সবথেকে বৃহত্তর কয়লা খাদান তৈরি করছি। তা থেকে সুবিধা পাবে পুরুলিয়া, হুগলি, বর্ধমান। তাজপুর পোর্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি।  জঙ্গলমহল সুন্দরী প্রকল্পে বিনিয়োগ হচ্ছে ৭২ হাজার কোটি টাকা। সেখানে কর্ম সংস্থান হবে লক্ষ লক্ষ মানুষের। পানাগড় বাদে ৮ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। সেখানে ২৫ হাজার কর্মসংস্থান হবে।'

  আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

YouTube video player