- ফের শ্লীলতাহানির শিকার এক শহরের যুবতি
- বিক্রমগড়ে গাড়ির মধ্যেই শ্রীলতাহানি করা হয় তাঁকে
- বাড়ি পৌঁছনোর নামে যুবতীর শরীর স্পর্শ করে তার বন্ধুরা
- ওই তিন যুবকের হদিস পুলিশ এখনও পায়নি
বছর শেষে ফের শ্লীলতাহানির শিকার এই শহরের যুবতি। জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফেরার সময় বিক্রমগড়ে গাড়ির মধ্যেই শ্রীলতাহানি করা হয় তাঁকে। অভিযোগ, বাড়ি ছাড়তে আসার নাম করে তার বন্ধুরাই যুবতীর শরীর স্পর্শ করে। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন, কোভিডের নয়া স্ট্রেন পাওয়া গেল কলকাতায়, চরম উদ্বেগের মুখে রাজ্য
মঙ্গলবার রাতে বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফেরার সময় বিক্রমগড়ে গাড়ির মধ্যেই শ্লীলতাহানি করা হয় মহেশতলার এক যুবতীর। জানা গিয়েছে, যাদবপুরে বান্ধবীর আমন্ত্রণে জন্মদিন বাড়িতে গিয়েছিল ওই যুবতী। সেখানেই আরও দুই বান্ধবীর বয়ফ্রেণ্ড সহ মোট পাঁচজন তারা প্রথমে অ্যাক্রপলিস এবং তারপর রুবি যায়। এবং তারপরে বাড়ি ছাড়তে আসার নাম করে যুবতীকে গাড়িতে করে আনা হচ্ছিল মহেশতলায়।
আরও পড়ুন, পঞ্চাশ বছর আগের ক্যালেন্ডারই ২০২১ সালের দিনপঞ্জী, কেন ও কীভাবে
অভিযোগ, ঠিক সেই সময়ই এই ঘটনাটি ঘটে। বারবার বারণ করা সত্ত্বেও ওই তিন যুবক তাকে উত্ত্যক্ত করছিল। নানা অছিলায় বারবার যুবতীর গায়ে স্পর্শ করেছিল ওই তিন যুবক। যাদবপুর থানায় অভিযোগ করা হলেও ওই তিন যুবকের হদিস পুলিশ এখনও পায়নি।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 30, 2020, 2:46 PM IST