- ব্রিটেনের পর কোভিডের নয়া স্ট্রেন এবার কলকাতায়
- শহরের একজনের শরীরে মিলেছে কোভিডের এই নতুন স্ট্রেন
- কোভিডের নয়া স্ট্রেন, আগের থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক
- উল্লেখ্য, ব্রিটেনে কোভিডের নয়া স্ট্রেন ছড়ানোয় লকডাউন
ব্রিটেনের পর কোভিডের নয়া স্ট্রেন এবার কলকাতায়। শহরের একজনের শরীরে মিলেছে কোভিডের এই নতুন স্ট্রেন। উল্লেখ্য, ব্রিটেনে কোভিডের নয়া স্ট্রেন ছড়িয়ে পড়ার ফলে ইতিমধ্য়েই লকডাউন করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন, কোভিড জয়ীর সংখ্যা কমল কলকাতায়, সুস্থতার হার ৯৬ ছুঁইছুঁই
সূত্রের খবর, কোভিডের নয়া স্ট্রেন, আগের থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক। লন্ডন ফেরত ওই যুবক কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি। জানা গিয়েছে, তিনি এক শীর্ষ প্রশাসনিক কর্তার পুত্র। তারই সঙ্গে লন্ডন থেকে একই বিমানে আসা ৭ জনের শরীরের নমুনা কল্যাণীর এনআইবিএমজি-তে জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়। এদিকে একজনের নমুনা সন্দেহজনক লাগতেই পাঠানো হয় এনসিডিসিতে। এবং সেই রিপোর্টই পাঠানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরে।
আরও পড়ুন, পঞ্চাশ বছর আগের ক্যালেন্ডারই ২০২১ সালের দিনপঞ্জী, কেন ও কীভাবে
অপরদিকে, কোভিড জয়ীর সংখ্যা কমল কলকাতায়। তবে একদিনের আক্রান্তের সংখ্যাও তীরের বেগে নামছে। মঙ্গলবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৮৭ জন। একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ২৭০ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১২২,৭০৭ জন।
আরও পড়ুন, বাজল ভোটের ভেঁপু, কলকাতার ১৮ কেন্দ্রের EVM-যন্ত্রের পরীক্ষা শুরু, দেখুন ছবি
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 30, 2020, 12:57 PM IST