সংক্ষিপ্ত

 

  • সিবিআই দফতরে হাজিরা দিলেন শুভেন্দু অধিকারী
  • নারদা কাণ্ডে হাজিরা সিবিআই-এর সামনে
  • গলার স্বরের নমুনা সংগ্রহ করার জন্য হাজিরা
     

দীর্ঘদিন ধরেই তাঁকে হাজিরা দিতে বলছিল সিবিআই। শেষ পর্যন্ত শুক্রবার সন্ধ্যায় সিবিআই দফতরে হাজিরা দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন নিজাম প্যালেসে সিবিআই দফতরে যান তিনি। 

নারদা কাণ্ডে অভিযুক্ত একাধিক তৃণমূল সাংসদ, মন্ত্রীকে গত কয়েকদিনে সিবিআই দফতরে হাজিরা দিতে গিয়েছে। মূলত তাঁদের গলার স্বরের নমুনা সংগ্রহ হচ্ছে নারদা স্টিং অপারেশনে পাওয়া ভিডিও ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখার জন্য। 

আরও পড়ুন- রাজীবের খোঁজে বিষ্ণুপুরের রিসর্টে পুলিশ, স্ত্রীর থেকেও হদিশ পাওয়ার চেষ্টা

আরও পড়ুন- নারদকাণ্ডে ইকবালের বাড়িতে সিবিআই, মিলল না কণ্ঠস্বরের নমুনা

২০১৬ বিধানসভা নির্বাচনের আগে যখন নারদা স্টিং অপারেশন সামনে এসেছিল, তখন অবশ্য সাংসদ ছিলেন শুভেন্দু। পরে সাংসদ পদে ইস্তফা দেন তিনি। 

ইতিমধ্যেই তৃণমূল সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মতো তৃণমূলের সাংসদ মন্ত্রীরা সিবিআই দফতরে গিয়ে গলার স্বরের নমুনা দিয়ে এসেছেন। একই কারণে শুভেন্দুকেও হাজিরা দিতে বলেছিল সিবিআই।