ফুড ব্লগার আমির সিরোহী কলকাতার চকোলেট টি- নিয়ে একটি নতুন ভিডিও পোস্ট করেছেন। তাতে তিনি চকোলেট তৈরির প্রণালী যেমন দেখিয়েছেন তেমন চা সম্পর্কেও নানান কথা বলেছলেন।
'এক কাপ চায়ে আমি তোমাকে চাই...' চা বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি পানীয়। দার্জিলিং থেকে দিঘা- প্রায় সকল বাঙালির দিন শুরু হয় এক কাপ চাn (Tea) দিয়ে। অফিস থেকে আড্ডা- বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে চা। কারও পছন্দ লাল চা, কেউ আবার দুধ চিনি দিয়ে কড়া চা-ই পছন্দ করে। কলকাতার ( Kolakata) বাজারে নতুন এসেছে চকোলেট টি (Chocolate Tea)। সেটা কেমন? খাদ্যরসিক বাঙালিরা ( Foodi Bengali) ইতিমধ্যেই চকোলেট টি স্টলের সামনে ভিড় করছে। কেমন লাগল সেই চা? চকোলেট টি - নিয়ে নেটদুনিয়া দুই ভাগে বিভক্ত। তাও আবার এক ফুড ব্লগারের ভিডিও ভাইরাল হওয়ার পরে।