সংক্ষিপ্ত

  • সুজিত বসুর আরোগ্য কামনায় যজ্ঞের আয়োজন সল্টলেকে  
  • আয়োজন করলেন বিধাননগর ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর  
  •   সুজিত বসু রাজ্যের প্রথম মন্ত্রী যাঁর শরীরে কোভিড ধরা পড়েছে 
  • করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী সহ আরও দুই পরিচারিকাও  
     

করোনা আক্রান্ত রাজ্যের দমকলমন্ত্রী তথা বিধাননগর বিধানসভার বিধায়ক সুজিত বসু। এবার তার দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনায় পুজোর আয়োজন করলেন বিধাননগর ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর।উল্লেখ্য়,  সুজিত বসু রাজ্যের প্রথম মন্ত্রী যাঁর শরীরে কোভিড ধরা পড়েছে।  

আরও পড়ুন, সোমবার থেকে চালু ফেরি চলাচল, পরিস্থিতি বুঝে বাড়ানো হতে পারে ৬০ শতাংশ পর্যন্ত যাত্রী সংখ্য়া

 করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধাননগর বিধানসভার বিধায়ক সুজিত বসু। এবার তার দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনায় পুজোর আয়োজন করলো বিধাননগর ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর। শনিবার জয়দেব নস্করের উদ্যোগে বিধাননগরের ২৮ নম্বর ওয়ার্ডের আদিত্য স্মৃতি সংঘ ক্লাবে এই যজ্ঞের আয়োজন করা হয়। সুজিত বসু দ্রুত সুস্থ হয়ে আবার জনসেবায় নিয়োজিত হোক এই আশা নিয়েই এই যজ্ঞ বলে জানান জয়দেব নস্কর।

আরও পড়ুন, সোমবার থেকেই খুলছে কলকাতার ৪৫ পুর বাজার, জানুন কী কী বিষয়ে কড়াকড়ি


প্রসঙ্গত  সুজিত বসু রাজ্যের প্রথম মন্ত্রী যাঁর শরীরে কোভিড ধরা পড়েছে। যদিও তাঁর শরীরে কোনও উপসর্গ এখনও পর্যন্ত নেই বলে মন্ত্রী নিজেই জানিয়েছেন। চিকিৎসকের পরামর্শে তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। জানা গিয়েছে, কয়েকদিন আগে মন্ত্রীর বাড়ির পরিচারিকা অসুস্থ হয়ে পড়েন। তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হলে কোভিড পজিটিভ পাওয়া যায়। এর পরই মন্ত্রী সপরিবারে ফুলবাগান থানা এলাকায়, ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিজেই যান কোভিড পরীক্ষা করাতে। বৃহস্পতিবারই পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। জানা যায়, সুজিত বসুর রিপোর্ট কোভিড পজিটিভ। পরবর্তী পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।  আক্রান্ত তাঁর স্ত্রী সহ অন্য় এক পরিচারিকাও।  

 

 

করোনা আক্রান্ত রাজ্য়ের তৃণমূল বিধায়ক, কালীঘাটের ফ্ল্য়াট সিল করে বসল পুলিশি প্রহরা

করোনা আক্রান্ত বেলেঘাটা থানার আধিকারিক সহ পরিবারের ৬ সদস্য, আইডিতে এখন চিকিৎসধীন

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট

কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের