সংক্ষিপ্ত
- ২০০৬ সালেই বাজাজ চেতকের উৎপাদান বন্ধ হয়ে গিয়েছিল
- বর্তমানে ঝাঁ চকচকে স্কুটি ও বাইকের বাজারে হারিয়ে গিয়েছিল ৮০-৯০ দশকের নস্টালজি
- সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া সেই সময়কার সবচেয়ে জনপ্রিয় বাজাজ চেতক আবার ফিরছে নতুন রূপে
- প্রায় ১৩ বছর নতুন ভাবে বাজাজ সংস্থা ফিরিয়ে আনছে চেতক-কে
বর্তমানে ঝাঁ চকচকে স্কুটি ও বাইকের বাজারে হারিয়ে গিয়েছিল ৮০-৯০ দশকের নস্টালজিয়া। সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া সেই সময়কার সবচেয়ে জনপ্রিয় বাজাজ চেতক আবার ফিরছে নতুন রূপে। প্রায় ১৩ বছর নতুন ভাবে বাজাজ সংস্থা ফিরিয়ে আনছে চেতক-কে। বিবর্তনের সঙ্গে সঙ্গে রেট্রো স্টাইলের দিকেই ঝোঁক বাড়ছে মানুষের। ২০০৬ সালেই বাজাজ চেতকের উৎপাদান বন্ধ হয়ে গিয়েছিল। সেই কথা মাথায় রেখেই সংস্থা আবার বাজারে ফিরিয়ে আনছে চেতক-কে।
আরও পড়ুন- এই মন্দিরগুলিতে যেতে গা ছমছম করতে পারে, কী হয় ওখানে জানেন
এক নজরে দেখে নেওয়া যাক বাজাজ চেতক-এর নতুন ফিচারগুলি-
লুকের দিক থেকে বিশেষ কোনও পরিবর্তন আনা হয়নি আগের মতোই রাখা হয়েছে চেতক-এর লুক।
নতুন বাজাজের এই মডেল-এ থাকবে অটোমেটিক গিয়ার।
আরও পড়ুন- ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন? রইল ঘরোয়া টিপস
তবে নতুন চেতক-এর এই মডেল ব্যাটারি চালিত, ফলে আগের মতো কোনও শব্দ থাকবে না।
১৬ অক্টোবর বাজারে আসতে চলেছে বাজাজ চেতক। এটিই প্রথম বাজাজের ইলেক্ট্রিক স্কুটার।
তবে ডিটেইল ফিচার সম্পর্কে এখনও অবধি কিছু জানায়নি সংস্থা।
তবে সূত্রের খবর অনুযায়ী নতুন রূপের চেতকের দাম হতে পারে মোটামুটি এখ লক্ষ টাকার মত।