সংক্ষিপ্ত

এই সময় গরমে তৈলাক্ত ত্বক নিয়ে রয়েছে একাধিক সমস্যা। অধিক তৈলাক্ত ভাব, ব্রণ, কালো দাগ।শুধু তৈলাক্ত নয়, সব ধরনের ত্বক নিয়েই নাজেহাল অবস্থা অনেকের। সমস্যা থেকে মুক্তি পেতে রোজই নিত্য নতুন প্রোডাক্ট ব্যবহার না করে দই লাগান। ত্বকের যত্ন দই কীভাবে ব্যবহার করবেন তার হদিশ দিলেন সেলিব্রিটি বিউটিশিয়ান শেহনাজ হুসেন।  

ত্বকের যত্নে আমরা নানা রকম টোটকা মেনে চলতি। কখনও বাজার চলতি নিত্য নতুন প্রোডাক্ট তো কখনও ঘরোয়া টোটকা। এদিকে আবার ক্রমে বেড়ে চলেছে গরম। এই সময় গরমে তৈলাক্ত ত্বক নিয়ে রয়েছে একাধিক সমস্যা। অধিক তৈলাক্ত ভাব, ব্রণ, কালো দাগ।শুধু তৈলাক্ত নয়, সব ধরনের ত্বক নিয়েই নাজেহাল অবস্থা অনেকের। সমস্যা থেকে মুক্তি পেতে রোজই নিত্য নতুন প্রোডাক্ট ব্যবহার না করে দই লাগান। ত্বকের যত্ন দই কীভাবে ব্যবহার করবেন তার হদিশ দিলেন সেলিব্রিটি বিউটিশিয়ান শেহনাজ হুসেন।  

দই ও টমেটোর প্যাক বানাতে পারেন। টমেটো কেটে ভিতরের জেলির মতো অংশ বের করে নিন। দইয়ের সঙ্গে টমেটোর এই জেলির মতো অংশ মিশিয়ে নিন। প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। এই মিশ্রণটি পুরো মুখে লাগানো যায়। এতে ত্বকে ময়েশ্চারের জোগান ঘটবে, ব্রণ দূর হবে, সঙ্গে ত্বকের তৈলাক্ত ভাবও দূর হবে।এছাড়াও ট্যান দূর করতে এই প্যাক বেশ উপকারী।  

দই ও চালের গুঁড়ো দিয়ে প্যাক বানাতে পারেন। চালের গুঁড়ো মিহি করে বেটে নিন। দইয়ের সঙ্গে মেশান চালের গুঁড়ো। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এটি ভালো ক্রাবার হিসেবে কাজ করে। এই প্যাক মুখ ছাড়া হাতে, পায়ে কিংবা গলায় লাগাতে পারেন। ট্যান দূর করতে বেশ উপকারী দই ও চালের গুঁড়ো দিয়ে তৈরি প্যাক।

দই ও বাদাম গুঁড়ো দিয়ে প্যাক বানান। সেলিব্রিটি বিউটিশিয়ান শেহনাজ হুসেনের মতে এই প্যাক বেশ উপকারী। দইয়ের সঙ্গে মেশান বাদাম গুঁড়ো। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এটি ভালো ক্রাবার হিসেবে কাজ করে। এই প্যাক মুখ ছাড়া হাতে, পায়ে কিংবা গলায় লাগাতে পারেন। ট্যান দূর করতে বেশ উপকারী দই ও বাদামের গুঁড়ো দিয়ে তৈরি ফেস প্যাক।

ত্বকের জন্য বেশ উপকারী এই তিন প্যাক। গরমে যে কোনও সমস্যা সমাধানে এই প্যাক লাগান। এই সময় অনেকেরই ত্বকে কালো প্যাচ পড়ে। তা দূর হবে এই প্যাকে গুণে। তেমনই গরমের জন্য ত্বকের অধিক তেলতেলে ভাব দূর করতে এবং ব্রণর সমস্যা সমাধানে ব্যবহার করতে পারেন এই তিনটি ঘরে তৈরি ফেসপ্যাক।  

আরও পড়ুন- রসুনে মোমের মত গলে যায় শরীরে জমে থাকা কোলেস্টেরল, জেনে নিন খাওয়ার পদ্ধতি

আরও পড়ুন- পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস, ডুডলের মাধ্যমে সকলকে সম্মান গুগলের পক্ষ থেকে

আরও পড়ুন- প্রস্রাব থেরাপি বিতেলের যুবকের যৌবন ধরে রাখার চাবিকাঠি, এক গ্লাস মূত্র বাড়িয়ে দেয় রূপের লাবণ্য