সংক্ষিপ্ত

চারকোল পাউডার দিয়ে তৈরি প্যাক সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহার করে থাকেন অনেকে। আবার কেউ কেউ ব্যবহার করেন চারকোল দিয়ে তৈরি সাবান। জেনে নিন কেন ব্যবহার করা হয় এই উপাদান।

ত্বকের যত্নে চারকোলের ব্যবহার হয়ে আসথে বহু যুগ ধরে। চারকোল পাউডার দিয়ে তৈরি প্যাক সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহার করে থাকেন অনেকে। আবার কেউ কেউ ব্যবহার করেন চারকোল দিয়ে তৈরি সাবান। ত্বকের যত্নে চারকোল তো ব্যবহার করবেনই, জেনে নিন কেন ব্যবহার করা হয় এই উপাদান। বিশেষজ্ঞদের মতে, এই পাঁচ কারণে ত্বকের যত্নে ব্যবহার করুন চারকোল, জেনে নিন কী কী।

ত্বক ডিটক্সিফায়ার বিসেবে ব্যবহার করা হয় চারকোল। এটি ত্বকের ওপর জমে থাকা মরা চামড়া সহজে দূর করে। ত্বকে জমে থাকা মরা চামড়ার কারণে ত্বক কালো দেখায়। তেমনই মরা চামড়া থাকলে মেকআপ সহজে বসে না। তাই মেনে চলুন এই বিশেষ টিপস।

ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর করতে ব্যবহার করতে পারেন চারকোল পাউডার। এটি দ্রুত ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডসের সমস্যা দূর করে। তেমনই ত্বকে রোমকূপ অনেক সময় বড় হয়ে যায়। এর সমস্যা দূর করতেও চারকোল পাউডার ব্যবহার করতে পারেন।

ত্বকে জ্বালা কমাতে চারকোল পাউডার বেশ উপকারী। অতিরিক্ত সিবাম, ময়লার কারণে কিংবা অন্য কোনও কারণে ত্বকে চুলকানি অনুভব করেন অনেকে। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে চারকোল পাউডার। চারকোল পাউডার দিয়ে তৈরি প্যাক ব্যবহার করুন। অথবা চারকোল পাউডারের তৈরি ফেসওয়াস ব্যবহার করতে পারেন। এতে ত্বক থাকবে উজ্জ্বল।

অনেকেরই ত্বক তৈলাক্ত। এই তৈলাক্ত ত্বকের কারণে সারাক্ষণ মুখ তেলা দেখায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে চারকোল পাউডার ব্যবহার করতে পারেন। চারকোল পাউডার দিয়ে ফেস মাস্ক বা ফেসওয়াস বানিয়ে নিন। তা নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল। ত্বকের তেলা ভাব দূর হবে মুহূর্তে।

ত্বক উজ্জ্বল করতে চারকোল পাউডার ব্যবহার করতে পারেন। নিষ্প্রাণ ত্বক নিয়ে অনেকেই চিন্তায় ভোগেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে চারকোল পাউডার ব্যবহার করুন। ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে চারকোল পাউডার বেশ উপকারী। এবার ত্বকে জেল্লা আনতে ব্যবহার করতে পারেন চারকোল পাউডার।

ত্বক উজ্জ্বল করতে, ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে এমনকী ত্বক নরম করতে ব্যবহার করতে পারেন এই চারকোল পাউডার। এটি ত্বকের জন্য বেশ উপকারী। চারকোল পাউডার দিয়ে বানিয়ে নিন ফেসপ্যাক। এটি দ্রুত ত্বকের যাবতীয় সমস্যা দূর করবে।

 

আরও পড়ুন-

বারবার চোখ চুলকানো হতে পারে বিপজ্জনক, চুলকানি বন্ধ করতে এই ঘরোয়া প্রতিকার কাজে লাগান

কোভিড সংক্রমণ রুখতে তৎপর কেন্দ্র, নমুনা সংগ্রহ করা হচ্ছে আন্তর্জাতিক বিমানের যাত্রীদের

নিজেদের এই ছোট্ট ভুলেই কমে যাচ্ছে যৌনমিলনের ইচ্ছা,কমে যাচ্ছে পুরুষদের কামের আসক্তি