শীতের সময় ত্বকের যত্নে ব্যবহার করুন ধনেপাতা, রইল বিশেষ প্যাকের হদিশশীতকালে ত্বকের নানান সমস্যা যেমন রুক্ষ্মতা, শুষ্কতা, চুলকানি ও ফাটা ত্বকের জন্য ধনেপাতা ব্যবহারে উপকার পাওয়া যায়। ধনেপাতা, টমেটো, গোলাপজল এবং মুলতানি মাটির মিশ্রণে তৈরি বিভিন্ন প্যাক ব্যবহারের পদ্ধতি এখানে বর্ণিত হয়েছে।