- Home
- Lifestyle
- Fashion and Beauty
- শীতের রুক্ষ-শুস্ক দিনে ভিতর থেকে ফিরিয়ে আনবে ত্বকের জেল্লা, টক দই দিয়ে করুন কেল্লাফতে
শীতের রুক্ষ-শুস্ক দিনে ভিতর থেকে ফিরিয়ে আনবে ত্বকের জেল্লা, টক দই দিয়ে করুন কেল্লাফতে
Winter Skin Care Tips: গরমের থেকে শীতের দিনে ত্বকের যত্ন নেওয়া বেশি জরুরি। কারণ, এই সময়ে ত্বক বেশি রুক্ষ ও শুস্ক হয়ে পড়ে। কীভাবে নেবেন ত্বকের যত্ন? রইল সহজ কিছু টিপস।

টকদই দিয়ে ত্বকের যত্ন
এই রূপচর্চার জগতে অজস্র কসমেটিকস্ প্রোডাক্ট থাকলেও অনেকেই ভরসা করছেন প্রাকৃতিক উপাদানের উপর। তার মধ্যেই সবচেয়ে সহজলভ্য উপাদান হল দই। চিকিৎসক ও স্কিন এক্সপার্টদের মতে, দই শুধু শরীরের ভেতরের স্বাস্থ্যের জন্য নয়, ত্বকের যত্নেও অত্যন্ত কার্যকরি একটি উপাদান। নিয়ম করে টক দই খাওয়ার পাশাপাশি তা ত্বকে ব্যবহার করলে মেলে দারুণ উপকার।
ট্যান দূর করে দই
ত্বকের পোড়া ভাব থেকে শুরু করে সপ্তাহে নিয়মিত দই ব্যবহার করলে রোদে পোড়া দাগ অনেকটাই কমে যায়। ত্বক ফিরে পায় উজ্জ্বলতা ও মসৃণতা। কারণ, টক দই ত্বকের ট্যানিং দূর করে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
মুখের ত্বকের কালো দাগ রোধে
মুখের কালো দাগ বা পিগমেন্টেশনের সমস্যায় দই কার্যকর। নিয়মিত ব্যবহার করলে দাগ হালকা হয় এবং মুখ অনেকটা পরিষ্কার দেখায়। যারফলে নিয়ম করে টক দই মুখে মাখলে এই সমস্যার হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়।
প্রাকৃতিক উজ্জ্বলতা আনে
টক দই রাসায়নিক ছাড়াই দইয়ের মাধ্যমে মুখে আসে ন্যাচারাল গ্লো। মাত্র এক সপ্তাহ ব্যবহার করলে ত্বক নরম ও ফ্রেশ দেখাবে। ভিতর থেকে ত্বক গ্লো করবে।
ব্রণের সমস্যা কমায়
দইয়ের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ব্রণ কমাতে সাহায্য করে। এটি ত্বকের গভীরে প্রবেশ করে অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করে, ফলে নতুন ব্রণ হওয়ার প্রবণতাও কমে। ত্বকের মসৃণ ভাব ফিরিয়ে আনতে সাহায্য করে।

