- Home
- Lifestyle
- Food
- Momo Business: রমরমিয়ে মোমো বিক্রি করেই লাখপতি! একজন মোমো বিক্রেতার মাসিক আয় জানলে চমকে উঠবেন
Momo Business: রমরমিয়ে মোমো বিক্রি করেই লাখপতি! একজন মোমো বিক্রেতার মাসিক আয় জানলে চমকে উঠবেন
- FB
- TW
- Linkdin
মোমো আমরা অনেকেই খেতে ভালোবাসি
বিকেল কিংবা সন্ধ্যের স্ন্যাক্সে এই আইটেমটির জুড়ি মেলা ভার।
সে কলেজ স্টুডেন্ট হোক কিংবা অফিস ফেরত যুবক-যুবতী
খিদে পেটে তাদের কাছে অন্যতম সেরা একটি অপশনের নাম হল মোমো।
কলকাতার নানা প্রান্তে একাধিক মোমোর দোকান চোখে পড়ে
কারও কারও কাছে আবার ফ্রায়েড মোমোও ভীষণ প্রিয়।
সঙ্গে স্যুপ এবং সস
আড্ডার সঙ্গে দুর্দান্ত এক কম্বিনেশন।
কিন্তু কখনও ভেবে দেখেছেন, একজন মোমো বিক্রেতার মাসিক আয় কত হতে পারে?
শুধু তাই নয়, এই ব্যবসায় সাফল্যর কোন কোন দিক রয়েছে?
দিনে একজন মোমো বিক্রেতার আয় শুনলে চমকে উঠবেন আপনিও
চলুন একবার দেখে নেওয়া যাক।
সম্প্রতি একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাইরাল হয়েছে
যেখানে তিনি একটি মোমোর দোকানে যান এবং তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই মোমোর দোকানে কত বিক্রি হল, তার একটি হিসেব তুলে ধরেন। যা দেখে কার্যত, চোখ ছানাবড়া হয়ে যাওয়ার জোগাড়।
সেই দোকানে স্টিম মোমো এক প্লেটের দাম ছিল ৬০ টাকা
অন্যদিকে, ফ্রায়েড মোমো এক প্লেটের দাম ৮০ টাকা।
এরপরই জানা যায় এক চমকপ্রদ তথ্য
সেই দোকানি বলছেন, সারাদিনে তাঁর ১২১ প্লেট মতো স্টিম মোমো এবং ৭০-৮০ প্লেট মতো ফ্রায়েড মোমো বিক্রি হয়েছে। ফলে, তাঁর মোট একদিনের আয় প্রায় ১৩,৫০০ টাকা। তবে দোকান চালাতে গেলে নির্দিষ্ট পরিমাণ কাঁচা মালের প্রয়োজন। ফলে, সেখানে খরচ হয় প্রায় ৬-৭ হাজার টাকা। তারপরেও হাতে থাকছে প্রায় ৬৫০০ টাকা।
অর্থাৎ, মাসে আনুমানিক আয় হচ্ছে ৪-৫ লাখ টাকা
বাকি খরচ বাদ দিলে, লাভের অঙ্ক প্রায় ২ লক্ষ টাকা। তাহলেই বলুন, রমরমিয়ে মোমো বিক্রি করেই তো লাখপতি। তাই নয় কি?
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।