পেটের মেদ কমবে হুড়মুড় করে, মাত্র ৭ দিন এই পানীয় ওজন কমাবে ম্যাজিকের মতো
- FB
- TW
- Linkdin
বাড়তি মেদ নিয়ে সকলেই থাকেন চিন্তিত। কীভাবে মেদ কমাবেন তা অনেকেই বুঝে উঠতে পারেন না। সে কারণে চলে এক্সপেরিমেন্ট।
কেউ কঠিন ডায়েট করেন তো কেউ এক্সাসাইজ করে চলেন। তেমনই আবার ওজন কমাতে দীর্ঘক্ষণ না খেয়ে থাকেন। এই সব না করে ভরসা রাখুন এই পানীয়ের ওপর।
খেতে পারেন হিং-র জল। হিং শুধু খাবারে স্বাদ বাড়ায় না, রোগ নিরাময়ও করে থাকে। এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট।
হিং-এ আছে ফাইবার, ক্যাসিয়াম, আয়রন, পটাসিয়াম এবং কার্বোহাইড্রেট। এটি মেটাবলিজম বাড়ায়। হজম শক্তি বৃদ্ধি করে। তেমনই ত্বকের জন্যও উপকারী এটি।
প্রতিদিন হিং-র জল পান করলে শরীরে মেটাবলিজম বাড়ে। ফলে দ্রুত কমে ওজন। তাই বাড়তি মেদ কমাতে চাইলে নিয়ম করে হিং-র জল পান করতে পারেন।
হজম ক্ষমতা উন্নত হয়। সঙ্গে কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা দূর হয়। শরীর সুস্থ রাখতে ভরসা রাখুন এই পানীয়ের ওপর।
হিং-এ আছে উচ্চ পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট। যা পান করলে ত্বকের সমস্যা দূর হয়। তেমই শীতকালে এই জল পানে ত্বকের সংক্রমণ দূর হয়ে থাকে।
হিং-র জল পানে ফুসফুসের ক্ষমতা উন্নত হয়। নিয়ম করে হিং-র জল পান করুন। মিলবে উপকার।
তেমনই অধিকাংশ মেয়েই পিরিয়ডসের সময় পেটে ব্যথার সমস্যায় ভোগে। এই সমস্যা থেকে মুক্তি মিলবে এই পানীয়ের গুণে
তাই এবার থেকে মেনে চলুন এই সকল টিপস। যারা ওজন কমাতে চান ও একাধিক রোগ থেকে মুক্তি চান তারা রোজ হিং-র জল পান করুন।