সংক্ষিপ্ত
বাড়তি মেদ নিয়ে সকলে থাকেন চিন্তিত। মেদ কমাবেন কী করে তা বুঝে ওঠা বেশ কঠিন কাজ। তেমনই মেদ কমাতে গেলে অনেকেই নানান ভুল করে থাকেন। কেউ না খেয়ে থাকেন। কেউ আবার কঠিন ব্যায়াম করেন। তেমনই কেউ নানান রকম ডায়েট মেনে চলেন। এবার ওজন কমাতে নিয়ম করে খান ব্ল্যাক কফি, দ্রুত মিলবে উপকার, জেনে নিন কীভাবে কাজ করে এই কফি।
কালো কফিতে ক্যালোরির পরিমাণ কম থাকে। ১ আউন্স কালো কফিতে ১ ক্যালোরি তাকে। ডি ক্যাফিনেটেড বিনস ব্যবরা করলে ক্যালোরি পরিমাণ শূন্য থাকে।
কালো কফিতে ক্লোরোজেনিক অ্যাসিড থাকে। যা ওজন কমাতে সাহায্য করে। রাতে খাবার পর কালো কফি খেলে এটি শরীরে গ্লুকোজ উৎপাদন বন্ধ করে। নতুন মেদ কোষ তৈরির প্রক্রিয়া গতি কমায়।
খিদে কমায় কালো কফি। বারে বারে ভুলভাল খাওয়ার ইচ্ছা আর হবে না কালো কফি খেলে। তেমনই মস্তিষ্ককে চাঙ্গা রাখে কালো কফি।
মেদ গলাতে সাহায্য করে কালো কফি। এটি শরীরে উৎসেচক তৈরি করে যা মেদ গলাতে সাহায্য করে। মেটাবলিজম বাড়ায় তেমনই খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
শরীর থেকে জল কমাতে সাহায্য করে কালো কফি। শরীরে অতিরিক্ত ফোলাভাব দূর হবে কালো কফি খেলে।
এরই সঙ্গে সবার আগে ত্যাগ করুন ভাজা খাবার। এতেবারে খাবেন না চিনি। রোজ নিময় করে ব্যায়াম করুন। এতে মিলবে উপকার। দ্রুত কমবে বাড়তি মেদ। শরীর সুস্থ রাখতেও সাহায্য করবে। সঙ্গে রোজ অন্তত ৩০ মিনিট হাঁটুন। রোজ হাঁটলে যেমন মেদ কমবে তেমনই শরীর থাকবে সুস্থ। এবার থেকে মেনে চলুন এই সকল টোটকা। এতে দ্রুত মিলবে উপকার। আজ রোজ খান ব্ল্যাক কফি। এটি শরীরের জন্য উপকারী। তেমনই ওজন কমাতে নিয়ম করে খান ব্ল্যাক কফি। দ্রুত মিলবে উপকার। মাত্র কয়েক সপ্তাহে পরিবর্তন দেখতে পাবেন।