সংক্ষিপ্ত

বর্ষায় কারও ব্যহত হচ্ছে এক্সারসাইজ। তেমনই কেউ কেউ বৃষ্টি ভেজা দিতে খেয়ে ফেলছেন তেলে ভাজা। আজ রইল তিনটি চায়ের হদিশ। বর্ষার সময় নিয়মিত পান করুন এমন চা। এতে সমস্যা থেকে মিলবে মুক্তি।

বাড়তি মেদ নিয়ে সকলে থাকেন চিন্তিত। মেদ কমাতে কেউ ডায়েটিং করেন তো কেউ নিয়মিত এক্সারাসাইজ করেন। আবার অনেক নিয়ম করে হাঁটেন। এই বর্ষার মরশুমে অধিকাংশ দিনই ব্যাহত হচ্ছে হাঁটা। আবার কারও ব্যহত হচ্ছে এক্সারসাইজ। তেমনই কেউ কেউ বৃষ্টি ভেজা দিতে খেয়ে ফেলছেন তেলে ভাজা। আজ রইল তিনটি চায়ের হদিশ। বর্ষার সময় নিয়মিত পান করুন এমন চা। এতে সমস্যা থেকে মিলবে মুক্তি।

গ্রিন টি ও পুদিনা চা

এই সময় পুদিনা পাতা দিয়ে তৈরি করুন গ্রিন টি। এমনিতেও, গ্রিন টি পানে মেদ কমে। দিনে তিন বার পর্যন্ত গ্রিন টি খেতে পারেন। এবার এই গ্রিন টি তৈরি করুন পুদিনা পাতা দিয়ে। এতে মিলবে উপকার।

হলুদ চা

বর্ষার সময় মেদ কমাতে বেশ উপকারী হলুদ চা। এটি অ্যান্টি বায়োটিক ও অ্যান্টি ভাইরাল সঙ্গে অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে। এটি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। যারা বাড়তি মেদের সমস্যায় ভুগছেন তারা হলুদ চা পান করতে পারেন। মিলবে উপকার।

ব্ল্যাক টি

নিয়মিত ব্ল্যাক টি পানেও মিলবে উপকার। টানা তিন মাস ব্ল্যাক টি পানে নিজেই ফারাক বুঝতে পারবেন। স্বাস্থ্যের জন্য বেশ উপকারী ব্ল্যাক টি। তেমনই এটি দ্রুত মেদ কমাতে সাহায্য করে। মেনে চলুন এই সকল বিশেষ টিপস।

তেমনই মেদ কমাতে চাইলে প্রসেসড ফুড একেবারে বাদ দিতে হবে। ডায়েটিং করতে গিয়ে কী খাবেন তা অনেকেই ভেবে পান না। এই সময় প্রসেসড ফুড বা প্যাকেটজাত খাবার খাবেন না। চিনি খাবেন না। যে কদিন ডায়েট করছেন সে কদিন এই টিপস মেনে চলুন। এই সময় অনেকে চিট ডে-তে চিনি খেয়ে ফেলেন। এই ভুল করলে হবে না। একেবারে দূরে থাকুন অস্বাস্থ্যকর খাবার থেকে। ভাজা খাবার ভুলেও খাবেন না। তেমনই রেস্তোরাঁর খাবার খাবেন না। এতে মিলবে উপকার। সঙ্গে নিয়মিত ব্যায়াম করুন। এতে দ্রুত মেদ কমানো সম্ভব। সঙ্গে শরীরও থাকবে সুস্থ।

খাবার পর জল পান করবেন না। এতে বিপাকীয় ক্রিয়ার ওপর খারাপ প্রভাব পড়ে। তাই এই ভুল একেবারে নয়। খাবার অন্তত ৩০ মিনিট পর জল খাবেন। খেতে বসার আগে জল পান করেন। এতে পেট ভর্তি থাকবে। ফলে বেশি খাবার খেতে পারবেন না।

 

 

আরও পড়ুন

Insomnia: রাতে ঘুম হয় না? এই ৭ কাজ এড়িয়ে চললেই ঘুচবে অনিদ্রার সমস্যা

বর্ষার মরশুমে নিয়মিত খান এই পাঁচটি সবজি, বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা, দেখে নিন কোন কোন সবজি উপকারী

এবার থেকে চোখে মাস্কারা লাগানোর সময় এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন, নয়তো হতে পারে বড় ক্ষতি