সংক্ষিপ্ত
ওজন কমাতে ডায়েটে যোগ করুন হলুদ, এই কয় উপায় মিলবে উপকার। জেনে নিন কীভাবে ডায়েটে যোগ করবেন হলুদ।
বাড়তি মেদ নিয়ে সকলে থাকেন চিন্তিত। মেদ কমাতে কেউ ডায়েটিং করেন তো কেউ নিয়মিত এক্সারাসাইজ করেন। আবার অনেক নিয়ম করে হাঁটেন। এই বর্ষার মরশুমে অধিকাংশ দিনই ব্যাহত হচ্ছে হাঁটা। আবার কারও ব্যহত হচ্ছে এক্সারসাইজ। ওজন কমাতে ডায়েটে যোগ করুন হলুদ, এই কয় উপায় মিলবে উপকার। জেনে নিন কীভাবে ডায়েটে যোগ করবেন হলুদ।
হলুদ ও দারুচিনি চা
হলুদ ও দারুচিনি চা খেতে পারেন। হলুদ ও দারুচিনি দিয়ে চা তৈরি করে নিন। এতে মিলবে উপকার। দ্রুত কমবে বাড়তি মেদ। রোজ হলুদ ও দারুচিনি চা পানে দ্রুত কমে বাড়তি মেদ।
হলুদ দুধ
হলুদ দুধ খেতে পারেন। হলুদ বেটে নিন। দুধের সঙ্গে সামান্য পরিমাণ হলুদ মিশিয়ে নিন। এবার নিয়ম করে হলুদ দুধ পান করুন। শরীর থাকবে সুস্থ। মেনে চলুন এই বিশেষ টিপস।
আদা ও হলুদ চা
আদা ও হলুদ চা পানে মিলবে উপকার। আদা ও হলুদ চা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। শরীর সুস্থ রাখতে ও রোগ থেকে মুক্তি পেতে আদা ও হলুদ চা পান করতে পারেন। এটি বেশ উপকারী।
হলুদ ও রসুন
হলুদ ও রসুন দিয়ে পানীয় বানান। হলুদ ও রসুন পানীয় বানিয়ে নিয়মিত পান করুন। এটি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এই পানীয় স্বাস্থ্যের উন্নতি ঘটানোর সঙ্গে মেদ কমাতে সাহায্য করে।
নিয়ম করে এক্সারসাইজ করুন। শরীরে অন্যান্য অংশের তুলোয় পেটে বেশি মেদ জমে। এই মেদ কমাতে প্ল্যাঙ্ক করতে পারেন। শরীর সুস্থ রাখতে অন্তত ৩০ মিনিট হাঁটুন। এতে মিলবে উপকার। ওজন কমাতে সারা দিন যতটা পারবেন শারীরিক ভাবে অ্যাক্টিভ থাকুন। এতে মিলবে উপকার। নিয়মিত এক্সারসাইজ দ্রুত কমাবে ওজন। তেমনই রোজ ৭ থেকে ৮ ঘন্টা ঘুমান। ঘুম ঠিক না হলে ওজন বৃদ্ধি পায়। মানসিক ভাবে সুস্থ থাকা প্রতিটি ব্যক্তির জন্য খুবই জরুরি। তাই রোজ নিয়ম করে মেডিটেশন করুন। সঠিক খাবার খান। এতে শরীর থাকবে সুস্থ। কমবে বাড়তি মেদ। সঙ্গে মদ্যপান কিংবা যে কোনও সফট ড্রিংক্স খাওয়া বন্ধ করুন। মিলবে উপকার। মেনে চলুন এই সকল বিশেষ টিপস। সঙ্গে ওজন কমাতে ডায়েটে যোগ করুন হলুদ, এই কয় উপায় মিলবে উপকার।
আরও পড়ুন
শরীরে কোলেস্টরল বাড়াচ্ছে মুরগীর মাংস? পাতে নেওয়ার আগে জেনে নিন এর গুণাগুণ
শরীরের এই পরিবর্তনগুলিই জানান দেয় যে কিডনিতে সমস্যা হতে শুরু করেছে, জেনে নিন এই লক্ষণগুলো কী কী
Weight Lose Tips: এই পাঁচ উপায় খেতে পারেন ওটস, দ্রুত কমবে বাড়তি মেদ, দেখে নিন কীভাবে