বাজির ধোঁয়া থেকে সাবধান, হাঁপানি রোগীরা সুস্থ থাকতে মেনে চলুন এই বিশেষ টিপস
- FB
- TW
- Linkdin
কালীপুজো মানে চারিদিকে আলোর রোশনাই সঙ্গে বিভিন্ন রকম বাজি। এই পুজোর সময় প্রায় সকলেই বাজি পুরিয়ে থাকেন।
বাজির আলো উৎসবের আনন্দকে আরও দ্বিগুণ করে তোলে। এই সময় ফুলঝুরি, রংমশাল থেকে প্যারাসুট- কত কী বিক্রি হয়। সকলেই পছন্দ মতো বাজি কিনে এই দিনটি আনন্দ করে থাকেন।
তবে, আনন্দ করতে গিয়ে পরিবেশের যে ক্ষতি হয় তা সকলেরই জান। বাজির কারণে বাতাস দুষিত হয়ে যায়। তেমনই শব্দ বাজিও পরিবেশের ক্ষতি করে।
বাজির কারণে হাঁপানি রোগীদের সমস্যা বাড়তে থাকে এই সময়। এই সময় বাতাস দুষিত থাকার কারণে তারা নিঃশ্বাস নিতে পারেন না। ফলে বাড়ে জটিলতা।
হাঁপানির রোগীরা কালীপুজোর সময় থাকুন সতর্ক। এই সময় অধিকাংশ হাঁপানি রোগীরা সমস্যায় ভোগেন। তাই আগে থাকতে সতর্ক হন। তবেই এই জটিলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
হাঁপানির রোগীরা এই দিন মুখে মাস্ক পরে থাকুন। শুধু কালীপুজোর দিন নয়, তার আগের দিন ও পরের দিন বাজি পোড়ানো হয়। তাই কদিনই বাড়ি থেকে মাস্ক ছাড়া বের হবেন না।
এই দিন ঘরের সব জানলা দরজা বন্ধ রাখাই ভালো। এতে দুষিত বাতাস সহজে আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না।
বাড়িতে এয়ার পিউরিফায়ার চালিয়ে রাখুন। এতে ঘরের বাতাস দূষণ মুক্ত থাকবে।
তেমনই যেখানে বাজি পোরানো হচ্ছে সেদিকে না যাওয়াই ভালো। সেই স্থানের বাতাস আরও বেশি মাত্রায় দূষিত থাকে। এমন স্থানে গেলে সমস্যা আরও বাড়তে থাকে। তাই সতর্ক হন।
এরই সঙ্গে হাঁপানির সমস্যা বাড়তে থাকলে তা ফেলে রাখবেন না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।