প্রতি মাসে পিরিয়ড দেরিতে হয়? এই একটা ফল দেবে সমস্যার দুর্দান্ত সমাধান
| Published : Nov 13 2024, 01:17 PM IST
প্রতি মাসে পিরিয়ড দেরিতে হয়? এই একটা ফল দেবে সমস্যার দুর্দান্ত সমাধান
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
15
প্রতি মাসে মহিলাদের পিরিয়ড হওয়া খুবই স্বাভাবিক। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া। কিন্তু এই পিরিয়ড চক্র সবার জন্য একই রকম হয় না। তাছাড়া এর লক্ষণগুলোও সবার জন্য আলাদা।
25
যাদের পিরিয়ড দেরিতে হয়, তারা তাড়াতাড়ি আসার জন্য নানা চেষ্টা করেন। পেঁপে খাওয়াও একটি। অনেকেই বিশ্বাস করেন পেঁপে খেলে তাড়াতাড়ি পিরিয়ড হয়।
35
পেঁপে খেলে কি পিরিয়ড তাড়াতাড়ি আসে? পাকা পেঁপে খেলে পিরিয়ড তাড়াতাড়ি আসতে পারে।
45
পেঁপেতে ক্যারোটিন থাকে, যা ইস্ট্রোজেন হরমোনকে উদ্দীপিত করে। এছাড়া ঋতুচক্র নিয়ন্ত্রণেও কার্যকরী।
55
পিরিয়ড দেরিতে হলে ভয় পাবেন না। স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।