ভয়ঙ্কর! কখনও সূর্য ডোবে না এই শহরে! রাত-দিন তীব্র রোদে বেঁচে থাকতে হয় মানুষকে
ভয়ঙ্কর! কখনও সূর্য ডোবে না এই শহরে! রাত-দিন তীব্র রোদে বেঁচে থাকতে হয় মানুষকে
| Published : Jun 01 2024, 10:01 PM IST
- FB
- TW
- Linkdin
ভয়ঙ্কর! কখনও সূর্য ডোবে না এই শহরে!
দিনের মতোই রাত্রি না হলে ভাল লাগে না। সন্ধের অপেক্ষায় থাকেন এমন অনেকেই রয়েছেন।
ভয়ঙ্কর! কখনও সূর্য ডোবে না এই শহরে!
সূর্য ডোবার পরের সময়টা প্রিয় অনেকের কাছে। কিন্তু জানেন কি পৃথিবীর এমন ৬ স্থান রয়েছে যেখানে কখনই সূর্য ডোবে না?
ভয়ঙ্কর! কখনও সূর্য ডোবে না এই শহরে!
জানলে অবাক হবেন নরওয়েতে মে মাস থেকে জুলাই পর্যন্ত সূর্য ডোবে না। তাই একে ল্যান্ড অফ মিড নাইট সান বা মধ্যরাতে সূর্যের দেশ বলা হয়। অর্থাৎ টানা ২ মাসেরও বেশি দিন থাকে এই শহরে।
ভয়ঙ্কর! কখনও সূর্য ডোবে না এই শহরে!
কানাডার নুনাভুট হল আরও এক অদ্ভুত জায়গা। এখানে টানা ৭ দিন সূর্য ডোবে না অন্যদিকে শীতকালে টানা ৩০ দিন রাত থাকে।
ভয়ঙ্কর! কখনও সূর্য ডোবে না এই শহরে!
আইস ল্যান্ডে গ্রীষ্মকালে বিশেষ করে জুন মাসে রাত্রেও সূর্য ডোবে না
ভয়ঙ্কর! কখনও সূর্য ডোবে না এই শহরে!
এরওকম আরও একটি জায়গা হল আলাস্কার ব্যারো । এই শহরেও মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত ২৪ ঘন্টা দিন থাকে।
ভয়ঙ্কর! কখনও সূর্য ডোবে না এই শহরে!
তবে এখানে নভেম্বর মাস থেকে টানা ৩০ মাস রাত থাকে যাকে পোলার নাইট বলা হয়।
ভয়ঙ্কর! কখনও সূর্য ডোবে না এই শহরে!
ফিনল্যান্ড এমন একটি শহর যেখানে টানা ৭৩ দিন সূর্য ডোবে না। অন্যদিকে শীতকালে সকাল হয় না এই শহরে।