সংক্ষিপ্ত

আজ তথ্য রইল এই রোগ নিয়ে। জেনে নিন কীভাবে বুঝবেন এই রোগ কারও শরীরে বাসা বাঁধছে।

গতকাল সকাল থেকে চারিদিক তোলপাড় হয়েছে পুনম পাণ্ডের প্রয়াণের খবরে। মাত্র ৩২ বছর বয়সে সার্ভিকাল ক্যানসারে প্রয়াত হলেন পুনম পাণ্ডে। যদিও তাঁর মৃত্যু নিয়ে চলছে নানান জলঘোলা। কীভাবে এই রোগ কেড়ে নিল অভিনেত্রীর প্রাণ সে প্রশ্ন উঠেছে সকলের মনে। জানা গিয়েছে, সার্ভিকাল ক্যানসারে শেষ স্টেজে ছিলেন তিনি। আজ তথ্য রইল এই রোগ নিয়ে। জেনে নিন কীভাবে বুঝবেন এই রোগ কারও শরীরে বাসা বাঁধছে।

সার্ভিকাল ক্যানসারের প্রথম লক্ষণ হল যোনি দিয়ে রক্তপাত। নিকটবর্তী টিস্যুতে ক্যানসার ছড়িয়ে পড়লে এমন হতে পারে।

যৌন মিলনের সময় যে সকল মহিলারা ব্যথা অনুভব করেন তারা সতর্ক হন। এই রোগের ক্ষেত্রে এমনটা হন।

কোমরে অবিরাম ব্যথা উপেক্ষা করবেন না। সার্ভিকাল ক্যানসার হলে এমন লক্ষণ দেখা দেয়। তাই শরীরে কোনও রকম পরিবর্তন দেখা দিলে সতর্ক হন। 

খিদে না পাওয়া, খাবারের প্রতি অনিহা কিংবা অতিরিক্ত পরিমাণে ওজন হ্রাস পাওয়ার সমস্যা উপেক্ষা করবেন না। শরীরে সার্ভিকাল ক্যানসার বাসা বাঁধলে হতে পারে এমনটা।

অতিরিক্ত পায়ে ব্যথা বা পা ফোলার মতো লক্ষণ দেখা দেয় সার্ভিকাল ক্যানসারে আক্রান্ত হলে।

প্রস্রাবের সময় ব্যথা অনুভব করলে চিকিৎসকের পরামর্শ নিন। মূত্রাশয়ের ওপর টিউমার থাকলে হয় এমনটা। আর এই টিউমার বৃদ্ধি পেয়ে এই সার্ভিকাল ক্যানসারে পরিণত হতে পারে।

হাড়ে ব্যথা কিংবা হাড় দুর্বল হওয়ার মতো সমস্যা দেখা দিলে উপেক্ষা করবেন না। সার্ভিকাল ক্যানসারে অন্যতম লক্ষণ এটি। তাই শরীরে এমন কোনও রকম পরিবর্তন উপেক্ষা করবেন না। অজান্তে শরীরে বাসা বাঁধতে পারে কঠিন রোগ। তাই সময় থাকতে সতর্ক হন। আর চিকিৎসা শুরু করুন। এতে মিলবে উপকার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

Benefits of Garlic: প্রতিদিন সকালে খালি পেটে মাত্র এক কোয়া রসুন খান, পাবেন এই ৬টি অলৌকিক উপকারিতা

Food Recipe: মা-ঠাকুমা নয়, এবার আপনার নিজের হাতেই তৈরি হবে সুস্বাদু কাঁচকলা কোপ্তা, শিখে নিন সহজ রেসিপি