সংক্ষিপ্ত
বাড়তি মেদ নিয়ে সকলেই থাকেন চিন্তিত। কঠিন এক্সারসাইজ করা থেকে শুরু করে কঠিন ডায়েট করেও অনেক সময় কমে না মেদ। কিন্তু জানেন কি মেদ বাড়তে থাকে আপনার ভুলেই। আর রইল পাঁচটি বিশেষ কারণ। এই পাঁচ কারণে শীতে বাড়ে বাড়তি মেদ, জেনে নিন অজান্তে কী কী ভুল করছেন।
বারে বারে চা ও কফি
শীতের সময় ঠান্ডা থেকে বাঁচতে কিংবা সাময়িক আরাম পেতে বারে বারে চা বা কফি খেয়ে থাকেন অনেকেই। কিন্তু এই চা বা কফিতে অনেকে চিনি দিয়ে থাকেন। যে কারণে দ্রুত বাড়ে মেদ।
ব্যায়াম বন্ধ
অলস ভাব দেখা দেয় শীতের মরশুমে। অধিক সময় বিছানায় শুয়ে থাকতে কার না ভালো লাগে। এই অলসতার কারণে অনেকেই নিয়ম করে ব্যায়াম করতে পারেন না শীতের সময়। তেমনই হাঁটাচলাও কম হয়। আর এই শরীর চর্চার অভাবই বাড়তি মেদের অন্যতম কারণ।
পার্টি
শীত মানেই পার্টি, পিকনিক থেকে শুরু করে গেট টুগেদার কিংবা কোনও না কোনও আউটিং থাকে। এই সকল আনন্দে করতে গিয়ে নানান ধরনের খাবার খাওয়া হয়। এই সময় মিষ্টি থেকে শুরু করে কেক, কোল্ড ড্রিংক্স সকলেই খেয়ে থাকেন। যে কারণে দেখা দেয় বাড়তি মেদ।
জল কম খাওয়া
শীতের দিনে জল কম খাওয়া হয় প্রায় সকলের। এর থেকে শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে। সঙ্গে মেদ বৃদ্ধির অন্যতম কারণ এটি।
ঘুমের অভাব
নানা রকম আনন্দের উৎসব চলে গোটা শীত জুড়ে। এই সকল আনন্দ করতে গিয়ে সঠিক বিশ্রাম করেন না অনেকেই। আর এই ঘুমের অভাবে বাড়ে মেদ। তাই সময় থাকতে সচেতন হন। শীতের সময় এই পাঁচ ভুল করা থেকে বিরত থাকুন। তা না হলে বাড়বে মেদ। এই পাঁচ কারণে শীতে বাড়ে বাড়তি মেদ। অজান্তে আপনিও করে চলেছেন এই ভুলগুলো।