সংক্ষিপ্ত

সদ্য দেশের বাজারে এসেছে এক বিশেষ আই ড্রপ। যা রিডিং গ্লাসকে অপসারিত করতে পারে।

প্রয়োজন হবে না আর চশমার। এবার চোখের অক্ষমতাকে সরিয়ে রেখে দৃষ্টির স্বচ্ছতা বজায় থাকবে। প্রকাশ্যে এল এমনই তথ্য। সদ্য দেশের বাজারে এসেছে এক বিশেষ আই ড্রপ। যা রিডিং গ্লাসকে অপসারিত করতে পারে।

মুম্বই-র এনটড ফার্মাসিউটিক্যালস তৈরি করেছে PressVu নামে এই আই ড্রপ। প্রেসবায়োপিয়ার চিকিৎসায় তা ব্যবহার করা হয়। বর্তমানে অনেকেই চোখের সমস্যায় ভোগেন। চল্লিশ থেকে ষাটের মধ্যে দেখা দিতে শুরু করে সমস্যা। ঘিরে ঘিরে দৃষ্টি হালকা হয়। এই সমস্যা থেকে মুক্তি দিতে বাজারে এল PressVu নামে এই আই ড্রপ। DCGI চূড়ান্ত অনুমতি দিয়েছে এটি ব্যবহারে। এর মধ্যে ১.২৫ শতাংশ পাইলোকার্মি হাইড্রোক্লোরাইড আছে। উদ্ভিদনির্ভর যৌগ এটি। যা চোখের জন্য বেশ উপকারী। চোখের সমস্যায় দারুণ কাজ করে এই যৌগ। এটি চোখের রক্তচাপ তথা আই প্রেশারের মতো সমস্যা দূর করে। এটি দ্রুত কাজ করে।

এতদিন যারা চশমা বা লেন্স ব্যবহার করছেন কিংবা অস্ত্রোপচারের কথা ভাবছেন তারা এটি ব্যবহার করতে পারেন। মাত্র ১৫ মিনিটের মধ্যে এটি কাজ করা শুরু করে। এই আই ড্রপ ব্যবহার করে ৬ ঘন্টা কোনও সমস্যা ছাড়া সব কাজ করতে পারবেন। প্রয়োজন হবে না চশমার। পরের ড্রপ তিন থেকে ছয় ঘন্টার মধ্যে দিলেই হবে। এতে আরও দীর্ঘক্ষণ সমস্যা থেকে মিলবে মুক্তি।

জানা গিয়েছে, এই আই ড্রপ বাজারে আনার জন্য ২০২২ সালে ডিজিসিআই-র কাছে আবেদন করেছিল নির্মাতা সংস্থা। এই নিয়ে এতদিন পরীক্ষা চলে। দেখা গিয়েছে ২৭৪ জনের মধ্যে ৮২ শতাংশের বেশি জন উপকার পেয়েছেন। বাকিদের ক্ষেত্রে সমস্যা দেখা গিয়েছে। সে যাই হোক, আপাতত বাজারে এল এই অভিনব আই ড্রপ।