সংক্ষিপ্ত

মানসিক চাপ কঠিন রোগের কারণ। মানসিক চাপ থেকেই দেখা দিচ্ছে একের পর এক কঠিন রোগ। তাই রোগ থেকে বাঁচতে চাইলে মানসিক চাপ দূরে রাখুন। জেনে নিন কী করবেন।

অফিসে কাজের চাপ, সংসারের চাপ কিংবা অন্য কোনও সমস্যা লেগেই থাকে। এই সবের কারণে দেখা দিচ্ছে মানসিক চাপ। আর এই মানসিক চাপ কঠিন রোগের কারণ। মানসিক চাপ থেকেই দেখা দিচ্ছে একের পর এক কঠিন রোগ। তাই রোগ থেকে বাঁচতে চাইলে মানসিক চাপ দূরে রাখুন। জেনে নিন কী করবেন।

সক্রিয় থাকুন সব সময়। মানসিক চাপ থেকে দূরে থাকতে চাইলে সারাদিন থাকুন সক্রিয়। ব্যায়াম একটি কার্যকারী স্ট্রেস রিলিভার। তাই মেনে চলুন এই বিশেস টিপস। সারাদিন যাবতীয় কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখুন। ঘর পরিষ্কার করুন, গুরুত্বপূর্ণ কাজ করুন, রান্না করুন- এতেও মিলবে উপকার। হাঁটা, দৌড়ানো, সাঁতার কাটার মতো কাজ করুন। এতে মিলবে উপকার।

নিয়মিত মেডিটেশন করুন। ধ্যান করা প্রতিটি মানুষের মানসিক শান্তি এনে দেবে। ধ্যান করলে শান্তি মিলবে। তেমনই সকল মানসিক জটিলতা থেকে মিলবে মুক্তি। মেডিটেশন করুন নিয়ম করে। এতে শরীর থাকবে সুস্থ।

রোজ সঠিক ডায়েট অনুসরণ করুন। খাদ্যতালিকায় রাখুন ওমেগা ৩, প্রোটিন, ভিটামিন, মিনারেল যুক্ত খাবার। এই ধরনের খাবার স্ট্রেস থেকে মুক্তি দেবে। মিলবে উপকার। এই সময় ভুলেও চিনি যুক্ত স্ন্যাক্স খাবানে না। তেমনই অধিক নোনতা খাবার না খাওয়াই ভালো। এতে দূর হবে জটিলতা। মেনে চলুন এই বিশেষ টিপস।

স্ট্রেস থেকে মুক্তি পেতে ক্যামোমাইল চা, জেসমিন চা, ল্যাভেন্ডার চা খেতে পারেন। এই সকল চা-তে আছে অ্যান্টি অক্সিডেন্ট। আছে থানাইন। এমনকী, এতে থাকা অ্যামিনো অ্যাসিড স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে।

তেমনই মানসিক চাপ কমাতে চাইলে রোজ যোগা করুন। যোগা সব থেকে ভালো স্ট্রেস ম্যানেজমেন্ট। এটি উদ্বেগ ও বিষণ্ণতার লক্ষণগুলোর দূর করতে সাহায্য করে। মেনে চলুন বিশেষ টিপস। কর্টিসল, রক্তচাপ ও হৃদস্পন্দন হ্রাস করতে চাইলে নিয়মিত যোগা করুন। এতে মিলবে উপকার

মানসিক চাপ থেকে মুক্তি পেতে চাইলে গান শুনুন। গান শুনলে মানসিক চাপ কমবে। পছন্দের গান শুনুন নিয়মিত। এতে মিলবে উপকার। মানসিক চাপ থেকে মুক্তি পেতে মিলবে উপকার। এবার থেকে স্ট্রেস দূর করতে চাইলে এই সকল টিপস মেনে চলুন। রইল মানসিক চাপ দূর করার কার্যকারী টোটকা। সুস্থ থাকতে চাইলে মেনে চলুন এই সকল টোটকা। এতে মিলবে উপকার। এবার থেকে মানসিক চাপ কমাতে মেনে চলুন এই কার্যকারী উপায়।

আরও পড়ুন-

শীতে ঘন ঘন প্রস্রাবের সমস্যায় ভুগছেন, জেনে নিন কেন এমন হচ্ছে এবং কিভাবে পাবেন উপশম

১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোনের তালিকা, দেখে নিন বিশেষ ফিচারগুলি

রূপচর্চাতেই শুধু নয়, ঘরের কাজেও ম্যাজিকের মতো কাজ করে অলিভ অয়েল, জেনে নিন বিশদে