সংক্ষিপ্ত

  •  গ্রাহকদের জন্য ফের সুখবর নিয়ে হাজির জিও
  • সাধারণ মানুষের কথা মাথায় রেখেই জিও নিয়ে এল কমদামের রিচার্জ প্যাক
  • ১১ টাকার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে জিও
  • ৫১ টাকার প্ল্যানে থাকছে ৬ জিবি ডেটা

সুখবর।  গ্রাহকদের জন্য ফের সুখবর নিয়ে হাজির জিও। এই মুহূর্তে করোনা আতঙ্কে  গৃহবন্দি হয়েছেনে গোটা বিশ্বের মানুষ। বাড়ি থেকেই অফিসের কাজ সামলাচ্ছেন গ্রাহকদের একাংশ। আর যার কারণেই এই মুহূর্তে সবথেকে বেশি প্রয়োজন ডেটা ও কলের সুবিধা। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই জিও নিয়ে এল কমদামের রিচার্জ প্যাক। নতুন এই প্যাকে অতিরিক্ত কলেরও সুবিধা থাকছে।

আরও পড়ুন-ত্বকের সৌন্দর্য ধরে রাখতে চান, ঘরোয়া টোটকাতেই হবে বাজিমাত...


১১ টাকার প্ল্যান

১১ টাকার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে জিও। ফোরজি গতিতেই ব্যবহার করতে পারবেন এই ডেটা। জিও-র থেকে অন্য কোনও নেটওয়ার্কেও ফোন করার জন্য বাড়তি ৭৫ মিনিট পাবেন।

২১ টাকার প্ল্যান

২১ টাকার প্ল্যানেও থাকছে ফোরজি ডেটা। এই প্ল্যানে থাকছে ২ জিবি ডেটা সঙ্গে ২০০ মিনিট অন্য নেটওয়ার্কে কল করার সুবিধা।

৫১ টাকার প্ল্যান

৫১ টাকার প্ল্যানে থাকছে ৬ জিবি ডেটা। এর সঙ্গে আরও ৫০০ মিনিট অন্য নেটওয়ার্কে ফোন করার সুবিধা পাবেন।

১০১ টাকার প্ল্যান

১০১ টাকার প্ল্যানে থাকছে ১২ জিবি ডেটা। এর পাশাপাশি ১০০০ মিনিট অন্য নেটওয়ার্কে ফোন করারও সুবিধা রয়েছ।

আরও পড়ুন-করোনা আতঙ্কে সচেতনতা বাড়াতে গুগলের বিশেষ 'ডুডল' ভিডিও...

এই ডেটা প্ল্যানে গ্রাহকরা অনেক সুবিধা পাবেন।  এমনকী ডাটা শেষ হয়ে গেলে নেটওয়ার্কের গতি ৬৪ কেবিপিয়েস চলে আসবে।  প্রথমে ডেটা আপনার বেস প্ল্যান থেকে কেটে নেওয়া হবে। এটি শেষ হয়ে যাওয়ার পরে জিও আপনার ফোর জি ডেটা ভাউচার থেকে ব্যালেন্স কাটা শুরু করবে। নন জিও ভয়েস কলের ক্ষেত্রে আপনার যদি বেস প্ল্যান এবং ফোর জি ডেটা ভাউচার মিনিট শেষ হয়ে যায়, তাহলে তা আপনার ব্যালেন্স থেকে প্রতি মিনিটে ৬ পয়সা করে কেটে নেওয়া হবে।