- Home
- Lifestyle
- Lifestyle Tips
- রইল নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর উক্তি, যা জীবনে চলার পথে অনুপ্রেরণা দেবে আপনাকে
রইল নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর উক্তি, যা জীবনে চলার পথে অনুপ্রেরণা দেবে আপনাকে
রাত পোহালে ২৩শে জানুয়ারি। এই বিশেষ দিনে দেখে নিন নেতাজির আদর্শ এবং তাঁর অনুপ্রেরণামূলক বাণী।
110

Image Credit : Asianet News
কোনও বিশেষ আদর্শের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন। কিন্তু, সেই আদর্শের মৃত্যু হয় না। সেই আদর্শ একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে যায়।
210
Image Credit : social media
দেশমাতৃকার স্বাধীনতার লড়াইয়ে নেতাজির স্লোগান ছিল, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব।
310
Image Credit : Getty
জয় বা পরাজয় গুরুত্বপূর্ণ নয়, তবে লড়াই-ই সব কিছু।
410
Image Credit : Getty
শুধু রাজনৈতিক স্বাধীনতা দিয়েই জাতি সন্তুষ্ট হবে না।
510
Image Credit : Getty
নিঃসন্দেহে, শৈশব ও যৌবনে পবিত্রতা ও সংযম অপরিহার্য।
610
Image Credit : Getty
ভারতের ভাগ্যের ওপর আপনার বিশ্বাস হারাবেন না।
710
Image Credit : Getty
ভুলে যাবেন না যে, অন্যায় ও অন্যায়ের সঙ্গে আপস করাই সবচেয়ে বড় অপরাধ।
810
Image Credit : Getty
উচ্চ চিন্তা দ্বারা দুর্বলতা দূর হয়। আমাদের সর্বদা উচ্চ চিন্তা তৈরি করা উচিত।
910
Image Credit : social media
আপনার নিজের শক্তিতে বিশ্বাস করুন, ধার করা শক্তি আপনার জন্য মারাত্মক।
1010
Image Credit : social media
যদি কখনও মাথা নত করতে হয়, বীরের মতো মাথা নত করুন।
Latest Videos