সংক্ষিপ্ত

অসুরের সঙ্গে কখনই ধর্ষকের তুলনা চলে না! "এরা আমাদের দেশেরই উপজাতি", এবার রেগে আগুন সমাজকর্মীরা

আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য! তার মধ্যে শুরু দুর্গাপুজো। ফেসবুকে একের পর এক পোস্টে চলছে প্রতিবাদ। রাস্তাতেও প্রতিবাদের ঝড় বয়েই চলেছে। অনেকেই মা দুর্গার কাছে অসুরের নিধন চেয়েছেন। ধর্ষকদের সঙ্গে তুলনা করেছেন অসুরের। বলেছেন ধর্ষকদের সঙ্গে কোনও ভাবেই অসুরের তুলনা করা যায় না।

এই ধারণা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সমাজকর্মীদের একাংশ। এই প্রসঙ্গে তাঁর ফেসবুক পেজে লেখেন পৌরাণিক কাহিনী অনুসারে অসুর ‘ভিলেন’ হলেও আদতে এই জাতির মানুষরা আমাদের দেশেরই বাসিন্দা। তাদের আনুষ্ঠানিকভাবে নাগরিক হিসেবে স্বীকৃতিও দিয়েছে সরকার। এমনকি পৌরাণিক কাহিনীতে অসুরের তরফে মহিলাদের প্রতি সম্মান প্রদর্শনের নমুনাও দেখা গিয়েছে। এই অবস্থায় অসুরকে ধর্ষক হিসেবে দাগিয়ে দিতে মোটেই উচিত নয়।"

অশুভশক্তি পরিচায়ক হিসাবে বাঙালি হিন্দুদের মধ্যে পরিচিত অসুর। এই অসুর বধ করেই দেবতাদের সাম্রাজ্য রক্ষা করেছিলেন মা দুর্গা। কিন্তু অসুর মানেই তা অশুভ শক্তি। বরং ইতিহাস অনুযায়ী উঠে আসে আর্য, অনার্য জাতির কাহিনি।

বলা হয় আর্যদের অধিকৃত স্থান দখল করেছিল অনার্য জাতির এক উপজাতি অনার্যরা। সেই থেকেই তাদের হারিয়ে সাম্রাজ্য জয়ের ইতিহাসকে শুভ শক্তির জয় ও অশুভ শক্তির বিনাশ বলা হয়।

বলা হয়, আর্যদের অধিকৃত স্থান দখলের চেষ্টা করেছিল অনার্য জাতির মধ্যে এক উপজাতি যাদের পরিচয় ছিল অসুর বা আসুর। সেই থেকেই তাদের হারিয়ে সাম্রাজ্য উদ্ধারের ঘটনাকে শুভ শক্তির জয় ও অশুভ শক্তির পরাজয় হিসেবে দেখা হয়।

                   আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।