- Home
- Lifestyle
- Lifestyle Tips
- পেঁয়াজের খোসা দিয়েই পরিষ্কার হবে রান্নাঘর! চকচক করবে কোণা কোণা, কীভাবে? জানলে চমকে যাবেন
পেঁয়াজের খোসা দিয়েই পরিষ্কার হবে রান্নাঘর! চকচক করবে কোণা কোণা, কীভাবে? জানলে চমকে যাবেন
- FB
- TW
- Linkdin
পেঁয়াজ ছাড়া রান্না অসম্পূর্ণ। আমরা প্রতিদিন পেঁয়াজ ব্যবহার করি এবং খোসা ফেলে দেই। কিন্তু এই খোসারও অনেক উপকারিতা আছে। রান্নাঘর পরিষ্কার থেকে দাগ দূর করতে, পেঁয়াজের খোসা বিভিন্নভাবে কাজে লাগে।
পেঁয়াজের খোসা প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে কাজ করে। দাগ দূর করতেও এটি খুব কার্যকর। পেঁয়াজের খোসায় কোনও ক্ষতিকারক রাসায়নিক নেই, তাই এটি ব্যবহারে কোনও ক্ষতি নেই।
পেঁয়াজের খোসা শুধু বাসন-কোসন নয়, রান্নাঘরের প্রতিটি কোণ পরিষ্কার করতে ব্যবহার করা যায়। পেঁয়াজ কাটার পর খোসা ফেলবেন না। কীভাবে পেঁয়াজের খোসা ব্যবহার করবেন জেনে নিন।
গ্যাসের গ্রীজ পরিষ্কার করে
পেঁয়াজের খোসা দিয়ে গ্যাসের গ্রীজ সহজেই পরিষ্কার করা যায়। খোসা পানিতে ফুটিয়ে, ডিশ সাবান মিশিয়ে ব্রাশ বা নরম কাপড় দিয়ে মুছে ফেলুন।
ডাস্টবিন পরিষ্কারে
রান্নাঘরের ডাস্টবিনে দুর্গন্ধ হয়। পেঁয়াজের খোসা সেই দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। এক কাপ পানিতে খোসা ফুটিয়ে ঠান্ডা করে ডাস্টবিন পরিষ্কার করুন।
লোহার প্যান পরিষ্কারে
পেঁয়াজের খোসা লোহার প্যান পরিষ্কারেও কার্যকর। খোসা পুড়িয়ে ছাই এর সাথে ডিটারজেন্ট মিশিয়ে প্যান পরিষ্কার করলে ঝকঝকে হয়ে যাবে।