রান্নাঘরে মডার্ন মেকওভার করতে চাইলেই যে অতিরিক্ত খরচ ও ঝক্কি পোয়াতে হবে, এমনটা নয়। সুপরিকল্পিত ও সুকৌশলে খুব সহজেই, কম খরচে রান্নাঘরের ভোল বদলে ফেলতে পারেন।
Kitchen Style Tips: বাড়ির প্রতিটি কোণ যেমন যত্ন নিয়ে সাজান তেমনই সাজানোর দরকার আমাদের রান্নাঘর। এই রান্নাঘরই সবচেয়ে বেশি ব্যবহৃত অথচ সবচেয়ে বেশি অবহেলিত হতে থাকে। আজকাল মডার্ন কিচেনের যুগে অতো বাজেট না থাকলেও নিজেই ভোল বদলে ফেলতে পারবেন রান্নাঘরের। বড় খরচ, মিস্ত্রির ঝামেলা, পুরনো কাঠামো ভেঙে নতুন করে তৈরি করার ঝক্কি নিতে চান না অনেকেই। কিন্তু একটু পরিকল্পনা আর সৃজনশীলতা ভাব থাকলেই নতুনের মতো করে সাজিয়ে ফেলতে পারবেন নিজের রান্নাঘর - তাও আবার কম খরচে।
কীভাবে সাজাবেন রান্নাঘর?
১। সঠিক জায়গায় সঠিক জিনিস রাখবেন
কোন জিনিস কোথায় রাখবেন, সেটা ঠিক করুন আগে। রান্নাঘর বদলানোর কাজে হাত দেওয়ার আগে সুপরিকল্পিতভাবে কোথায় কী রাখলে দেখতে ভালো লাগবে এবং কাজের সুবিধা হবে সেটা ঠিক করে নিতে হবে।
২। পুরনো বাসনপত্র বদলে ফেলতে পারেন
পুরনো ও নষ্ট বাসনপত্র বদলে নতুন বাসনপত্রের সেট কিনুন। নতুন ধাঁচের ফ্রাইং প্যান, খুন্তি, হাতা, থালা, গ্লাস বাটি, চামচ, প্লেট, জলের বোতল কিনে সাজান রান্নাঘর।
বাধা ধরা অ্যালুমিনিয়াম বা স্টিলের বদলে আনতে পারেন কাঁচের, সেরামিকের, ফাইবারের বা চিনা মাটির বাসনপত্র। দেখতে রঙিন বেশ লাগে রান্নাঘরে।
৩। পর্যাপ্ত আলোর ব্যবস্থা
স্যাঁতস্যাঁতে অন্ধকার রান্নাঘর শুধু দেখতেই খারাপ নয়, জীবাণুর আখড়া হতে পারে। বড় জালনা সহ খোলামেলা, রোদ ঢুকতে পারে এমন রান্নাঘর ভালো। জায়গার অভাব থাকলে হল (hall) এবং রান্নাঘরের মাঝের দেয়াল ভেঙে বড়ো জায়গায় করে নিন। এতে ভালোমতো আলো বাতাস ঢুকবে রান্নাঘরে, প্রয়োজনে কৃত্রিম আলোর ব্যবস্থাও করতে পারেন।
৪। দেয়ালের রং বদল
রান্নাঘর মেকওভার করতে চাইলে সবার আগে দেয়ালের রং বদলান। রঙের মিস্ত্রি বা খরচার ঝামেলা থাকলে ব্যবহার করতে পারেন পছন্দসই ডিজাইনিং ওয়ালপেপার। অনেক অনলাইন প্লাটফর্ম বা দোকানেও পেয়ে যাবেন। চাইলে নিজেই বাড়িতে বসে পছন্দমত দেয়াল সাজিয়ে তুলতে পারেন। এখন তো আবার বাজারে ওয়াটারপ্রুফ ও হিট প্রুফ ওয়ালপেপারও পাওয়া যায়। যা আপনার দেয়ালকেও ভালো রাখবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


