কখনও ভেবে দেখেছেন এই শক্তিশালী ইংরেজি শব্দ “LOVE” -এর আসল অর্থ কী? বা কোনো ফুলফর্ম আছে কিনা আদৌ?
Know the full form of 'LOVE'
'ভালোবাসা' শব্দটির গভীরতা মাপার জন্য কোনো মাপকাঠি নেই। যুগের পর যুগ ধরে প্রেমিক-প্রেমিকারা, স্বামী-স্ত্রী, বন্ধু-বান্ধব কিংবা বাবা-মা ও সন্তানের সম্পর্কেও এই একটি অনুভূতি জায়গা দখল করে বসে আছে। সে প্রেমিকাকে প্রেম নিবেদনই হোক বা মা-বাবাকে সন্তানের ভালোবাসার অনুভূতিকে প্রকাশ করতে সবচেয়ে প্রচলিত তিনটি শব্দ “I love you”।
এই তিনটি শব্দেই যেন মনের অনুভূতি অপর পক্ষের সামনে রাখা যায়। সম্পর্কে যত টানাপোড়েন, ঝগড়া, ঝামেলা যাই হোক না কেন ‘আই লাভ ইউ’ বললেই সহজ হয়ে যায় সবকিছু, এতটাই শক্তি রাখে এই ছোট্ট একটি শব্দ। কিন্তু কখনও ভেবে দেখেছেন এই শক্তিশালী ইংরেজি শব্দ “LOVE” -এর আসল অর্থ কী? বা কোনো ফুলফর্ম আছে কিনা আদৌ?
শব্দটির আসলেই কোনো ব্যাকরণগত মানে নেই। লোকমুখে প্রচলিত হয়ে একটি অর্থ প্রায় সকলেই খুঁজে নিয়েছে।
LOVE - Life’s Only Valuable Emotion বা জীবনের সবচেয়ে মূল্যবান আবেগ। ভালোবাসা সাময়িক কোনো অনুভূতি নয়, জীবনভর, দায়িত্ব ভরসা শ্রদ্ধা এবং মানবিকতা বহন করার শক্তিশালী অনুভূতি এটি।
তবে ভালোবাসার রঙ কোথাও লাল, গোলাপি হলে কোথাও আবার ধূসর। ভালোবাসায় কেউ যেমন উজাড় করে ঢেলে দিয়েছে, আবার অনেকে উজাড় হয়ে গেছে ভালোবেসে। এত শক্তিশালী ছোট্ট এই শব্দটিকেই কেউ আর জীবনভর রক্ষা করার দায়িত্ব নেয় না আজকাল।
তবে সোশ্যাল মিডিয়া, ডেটিং অ্যাপ আর ডিজিটাল যুগের ক্ষণ স্থায়ী প্রেমের মাঝেও মানুষ এখনো সেই গভীর ভালোবাসার খোঁজ করে, যেটা জীবনের একমাত্র মূল্যবান অনুভূতি হয়ে থাকবে।
আজকাল ভালবাসার মরশুমে অর্থাৎ গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে বিশেষভাবে ভালোবাসার দিন পালন করে থাকে প্রেমিক-প্রেমিকারা। কত গান, কত কবিতা, ফুলের তোড়া, একটা সুন্দর সন্ধ্যা, একটা মুহূর্ত সব কিছুই নিবেদিত ভালবাসার প্রতি। তাই, ‘I Love You’ বলার আগে যদি কেউ বুঝতে পারে এই তিনটি অক্ষরের গভীর মানে, তবে সে প্রেম তার কাছে এক মুহূর্তের ভালো লাগা বা ওই এক মাসের ভালোবাসার মরশুম হবে না , বরং চিরস্থায়ী এক বন্ধন হয়ে উঠবে।
সারাংশ ভালোবাসা খুব সুন্দর একটা শব্দ। আজকালকার দিনে 'ভালোবাসি' বলাটা যতটা সহজ, এর অর্থ জানলে আপনিও এর শক্তিশালী আবেগ ও অনুভূতির প্রতি মাথা নত করবেনই।


