- Home
- Lifestyle
- Lifestyle Tips
- নখে নখ ঘষলেই এমন ঘটবে! মা-ঠাকুমাদের কথা যে মিথ্যে নয়, তা হাড়ে হাড়ে টের পাবেন
নখে নখ ঘষলেই এমন ঘটবে! মা-ঠাকুমাদের কথা যে মিথ্যে নয়, তা হাড়ে হাড়ে টের পাবেন
| Published : Dec 05 2024, 11:33 AM IST
নখে নখ ঘষলেই এমন ঘটবে! মা-ঠাকুমাদের কথা যে মিথ্যে নয়, তা হাড়ে হাড়ে টের পাবেন
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
15
আমাদের অভ্যাস সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে অনেক কিছু বলা হয়েছে। এই অভ্যাসগুলি কোনও না কোনও গ্রহের সাথে সম্পর্কিত। এর ফলে আমাদের শুভ বা অশুভ ফল লাভ হয়।
25
কিছু অভ্যাস রাহুকে দুর্বল করে এবং আমাদের ক্ষতি করে। নখ ঘষাও এর মধ্যে একটি। অনেকে মনে করেন নখ ঘষলে ধন বৃদ্ধি পায়। এর সত্যতা কতটুকু, চলুন জেনে নেওয়া যাক।
35
বারবার নখ ঘষা ভালো নয়। এটি একটি অভ্যাসে পরিণত হয়। এর ফলে গ্রহরা জেগে ওঠে এবং তাদের প্রভাব স্বাস্থ্যের উপর পড়ে।
45
আমাদের তর্জনীতে বৃহস্পতি, মধ্যমায় শনি, অনামিকায় সূর্য, কনিষ্ঠায় বুধ এবং বৃদ্ধাঙ্গুষ্ঠে শুক্র বাস করেন। দুই হাতের নখ একসাথে ঘষলে সমস্ত গ্রহ শক্তিশালী হয়।
55
নখ ঘষলে ধন বৃদ্ধি পায়। আপনার ঘর সুখ-শান্তিতে ভরে উঠবে। এই শুভ ফল পেতে হলে ব্রাহ্মমুহূর্তে নখ ঘষতে হবে।