দুর্গন্ধ, নোংরায় বাথরুমে স্নান করতে যেতেও ইচ্ছে করেনা। এক্ষেত্রে কাজে আসতে পারে কিছু ঘরোয়া টোটকা। নামি দামি ক্লিনার নয়, সাধারণ ঘরোয়া কিছু উপায় মেনে চললেই আপনার বাথরুম থাকবে স্পা-এর মতো ফ্রেশ।
Lifestyle Tips: নিজেকে এবং নিজের আশেপাশের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের দৈনন্দিন স্বাস্থ্যের জন্য ভালো। নিয়মিত বাড়ির প্রতিটি কোণ যেভাবে পরিষ্কার রাখা হয়, বাড়ির সবথেকে বেশি ব্যবহৃত জায়গা বাথরুম বা স্নানঘর, এটি কিন্তু অনেক সময়ই আমাদের নজর এড়িয়ে যায়। অথচ সবথেকে বেশি রোগ ছড়াতে পারে এখান থেকেই। রোজ ব্যবহারে জল, ময়লা, ও শ্যাওলা জমে আর্দ্র ও ভ্যাপসা গন্ধযুক্ত পরিবেশ তৈরি হয়।
বাজার থেকে কেনা কেমিক্যালযুক্ত নামিদামি ক্লিনারে বারবার পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠেনা। অথচ বোটকা গন্ধে নোংরা বাথরুমে স্নান করতে যেতেও ইচ্ছে করেনা। এক্ষেত্রে কাজে আসতে পারে কিছু ঘরোয়া টোটকা। নামিদামি সুগন্ধি ডিফিউজার, মোমবাতি বা ক্লিনারের প্রয়োজন পড়বে না। ছোট ছোট অভ্যাস ও ঘরোয়া জিনিসপত্রেই একদম স্পা-এর মতো পরিষ্কার ও ফ্রেশ রাখতে পারবেন নিজের বাথরুম।
বাথরুম স্পা-এর মতো ফ্রেশ রাখার উপায়
১। বেকিং সোডা
বাথরুমের বোটকা ও ভ্যাপসা দুর্গন্ধ শুষে নিতে পারে বেকিং সোডা। বাথরুমেরই কোনো একটি কোণায় একটি পাত্রে বেশ কিছুটা বেকিং সোডা রেখে দিন, বিশুদ্ধ থাকবে বাথরুমের বাতাস।
২। সগন্ধি তেল
বাড়িতে ডিফিউজার থাকলে কয়েক ফোটা সুগন্ধি তেল (ল্যাভেন্ডার, লেমনগ্রাস, বা ইউক্যালিপটাস তেল) ডিফিউজারে ঢেলে রাখুন, স্পা-এর মতোই সুগন্ধে ভরপুর থাকবে বাথরুম।
৩। টাটকা ফুল
আপনার পছন্দের যে কোনো সুগন্ধি টাটকা ফুল সাজিয়ে রাখতে পারেন বাথরুমে। এতে সাজানো বাথরুম প্রাকৃতিক সুগন্ধেও ভরপুর থাকবে।
৪। সুগন্ধি সাবান
সুগন্ধি সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ- এইসব বাথরুমে থাকলেও বাথরুমে বাজে গব্ধ হয় না। সুগন্ধি প্রসাধনী ব্যবহারে আপনি এবং আপনার বাথরুম দুই ফ্রেশ থাকবে।
৫। শুষ্কতা ও পরিচ্ছন্নতা
আপনার বাথরুমকে সব সময় পরিষ্কার এবং শুষ্ক রাখার চেষ্টা করুন। আর্দ্র পরিবেশে ময়লা, শ্যাওলা ও গন্ধ হয় বেশি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


