History of Surnames: কথায় আছে 'যত দোষ, নন্দ ঘোষ'! অবশ্য সব সময় সব দোষ কেবল ঘোষরাই করে এমনটা কিন্তু এক্কেবারেই নয়। আমাদের আশেপাশে তাকালেই দেখা যাবে এমন বহু নামী-অনামী ব্যক্তির পদবী ঘোষ। বিষয়টা হল কী থেকে বা কোথা থেকে উদ্ভব এই ঘোষ পদবীর? জানুন আরও…    

History of Surnames: কথায় আছে 'যত দোষ, নন্দ ঘোষ'! অবশ্য সব সময় সব দোষ কেবল ঘোষরাই করে এমনটা কিন্তু এক্কেবারেই নয়। আমাদের আশেপাশে তাকালেই দেখা যাবে এমন বহু নামী-অনামী ব্যক্তির পদবী ঘোষ। বিষয়টা হল কী থেকে বা কোথা থেকে উদ্ভব এই ঘোষ পদবীর? কী ভাবে তাঁরা ঘোষ হয়ে উঠলেন? আসুন জেনে নিই আজ সেসব কথা।

জানা গিয়েছে, 'ঘোষ' পদবীর উৎপত্তি হয়েছে সংস্কৃত 'গোষ্ঠ' শব্দ থেকে। এমনটাই অভিমত ভাষাবিদদের একাংশের। সংস্কৃত ‘গোষ্ঠ’ শব্দের ইংরেজি মানে করলে দাঁড়ায় ‘গ্রূপ’। আবার গরুর মতো কিছু প্রাণী গোষ্ঠীবদ্ধ ভাবে বিচরণ করে বলে গরুকে সংস্কৃতে গোষ্ঠ বা গো বলা হয়। গোষ্ঠ থেকেই গো, গরু, প্রভৃতি শব্দের উৎপত্তি হয়েছে বলে জানা যায়।

অনেকের মতে, যারা গরু পালন করেন তাঁদের বলা হয় গোষ্ঠ জাতি। সেই গোষ্ঠ জাতি থেকেই ঘোষ পদবীর উৎপত্তি বলে মত। অর্থাৎ গো পালকদের একটা সময়ে ঘোষ বলা হত। ঘোষ বলতে মূলত গোয়ালা জাতিকেই বোঝানো হয়। সাধারণ ভাবে বাংলায় মোট চার প্রজাতির গোয়ালা আছে। ঘোষ, গোপ, সদগোপ ও যাদব। মনে করা হয়, গোষ্ঠ থেকে গুষ্ঠ বা গূষ্ঠ হয়ে গুহ পদবিরও উৎপত্তি।

তবে বিষয়টি এখানেই শেষ নয়, ঘোষ পদবীর উৎস নিয়ে আরও নানা মত রয়েছে। আবার কোনও কোনও ভাষাবিদদের মতে ঘোষ পদবীর উৎপত্তি অন্তঃনাম থেকে। তবে অন্তঃনাম থেকে পদবীর উৎপত্তির বিষয়টি আরও অনেক ক্ষেত্রেই দেখা যায়। প্রসঙ্গত, ঘোষেদের মধ্যেও রয়েছে বেশ কিছু ভাগ। মনে করা হয় এই বাংলার যারা কায়স্থ ঘোষ তাঁরা মূলত সৌকালীন গোত্রীয় মকরন্দ ঘোষের উত্তরসূরী। দক্ষিণ রাঢ়ী কায়স্থ ঘোষেদের সকলেরই গোত্র সৌকালীন। এঁরা মূলত কুলীন হিসাবে পরিচিত।

পাশাপাশি গোয়ালা সম্প্রদায়ের মানুষের পদবীও ঘোষ, সদগোপ ইত্যাদি। এই ঘোষেরা বিভিন্ন গোত্রের হয়ে থাকে। যেমন ধরুন মোদগল্য/মধুকুল্য, কাশ্যপ, শান্ডিল্য, নাগঋষি, আলিম্যান ইত্যাদি। সাধারণভাবে ঘোষ পদবী মূলত ৩ প্রকার। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ২ প্রকার ঘোষ পদবীর বেশি ব্যবহার দেখা যায়। যেমন - ১. গোয়ালা/যাদব ঘোষ- এরা হল যদু বংশের। এদেরও তাই ,শুধু নিজেদের মধ্যে বিয়ের চল ছিল। মূলত পশুপালন করেই জীবিকা নির্বাহ করতেন এঁরা। ২. সদগোপ – সদগোপ বর্ণের মধ্যে অনেক পদবী পড়ে। তার মধ্যেই একটি হল ঘোষ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।