Dilip Ghosh News: জীবনের ৬০টি বসন্ত পেরিয়ে বৈশাখের বিকেলে ফুটল বিয়ের ফুল। পদ্মবনে আজ বেজেছে বিয়ের সানাই। এবার সংসারী হচ্ছেন রাজ্য বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। শুক্রবার বিকেলে বিয়ে সারছেন বিজেপির এই প্রাক্তন সাংসদ। বিস্তারিত জানুন…
Dilip Ghosh News: জীবনের ৬০টি বসন্ত পেরিয়ে বৈশাখের বিকেলে ফুটল বিয়ের ফুল। পদ্মবনে আজ বেজেছে বিয়ের সানাই। এবার সংসারী হচ্ছেন রাজ্য বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। শুক্রবার বিকেলে নিউ টাউনের নিজস্ব বাসভবনে খানিকটা অনাড়ম্বরে বিয়ে সারছেন বিজেপির এই প্রাক্তন সাংসদ। বিয়ে অনাড়ম্বরে হলেও খাওয়া দাওয়ায় মোটেও কার্পণ্য করেননি দিলীপ ঘোষ (Dilip Ghosh News)।
জানেন দিলীপ ঘোষের বিয়ের মেনুতে রয়েছে কী কী (Dilip Ghosh News):-
সূত্রের খবর, মা ও ৩০ জন মতন অতিথি নিয়েই শুক্রবার গোধূলি লগ্নে বিয়ে সারছেন দিলীপ ঘোষ। বৈদিক মতে ও রেজিস্ট্রি করে আজ বিয়ে হবে দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের। বিয়ের মেনুতে রয়েছে- সাদা ভাত, ডাল, সবজি, কাতলা কালিয়া, রসগোল্লা ও আইসক্রীম। এছাড়াও ঘটনাচক্রে আগামীকাল অর্থাৎ ১৯ এপ্রিল দিলীপ ঘোষের জন্মদিন। সেই উপলক্ষে শনিবার সকালে ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে ১৫০ জনকে ইডলি খাওয়াবেন দিলীপ ঘোষ। আবার সেদিন বিকেলেই নববিবাহিতা স্ত্রীকে নিয়ে খড়গপুরের উদ্দেশে রওনা দেবেন দিলীপ ঘোষ।
RSS-এর সঙ্গে বরাবরই যুক্ত বঙ্গ বিজেপির এই দাপুটে নেতার। সঙ্ঘ পরিবারের নিয়মকানুনে বদ্ধ জীবন। আরএসএস-এর বাঁধাধরা নিয়মের বাইরে গিয়ে বিয়ে সারছেন দিলীপ ঘোষ। তা নিয়ে অবশ্য কম তরজা চলছে না। সে সবকে থোড়াই কেয়ার। মায়ের কথাতেই ৬১-তে বিয়ের পিঁড়িতে বসলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।
কারণ, রিঙ্কু মজুমদারের সঙ্গে পরিচয়টা ছিলো অনেক দিন আগেই। একুশ সাল থেকেই দিলীপ ঘোষের সঙ্গে পরিচয় রিঙ্কু মজুমদারের। বিবাহ বিছিন্না রিঙ্কু ঘোষের ২৫ বছরের একটি ছেলেও রয়েছে। তবে ছেলের কথাতেই যে জীবনে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন সে কথা অকপট স্বীকার করেছেন বিজেপির যুবনেত্রী রিঙ্কু মজুমদার।
জানা গিয়েছে, সকালে প্রাতঃ ভ্রমণে দিলীপকে মনটা আগেই দিয়ে ফেলেছিলেন। ২৪-এর লোকসভা নির্বাচনের দিলীপ ঘোষের হারের পরও তিনিই সান্তনা জুগিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। একের পর এক বেফাঁস মন্তব্যে সেই সময় নিজেই দলের অন্দরে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিলেন। দিলীপ ঘোষের এই কঠিন সময়ে সর্বক্ষণ পাশে ছিলেন রিঙ্কু। এবার হচ্ছেন দিলীপ ঘরণী। রাজনৈতিক মহলের অন্দরে কান পাতলে শোনা গিয়েছে, দিলীপ ঘোষকে বিয়ের প্রস্তাবটা নাকি তিনিই আগে দিয়েছিলেন। প্রথমে পাত্র অবশ্য নিমরাজি ছিলেন। ততদিনে দিলীপের বাড়িতে যাতায়াত বেড়ে গিয়েছিল রিঙ্কুর। মায়ের অবর্তমানে তাঁকে কে দেখবে! শেষে মায়ের কথাতেই রিঙ্কুর সঙ্গে মন নিয়ে কাছাকাছি চলেই এলেন দিলীপ ঘোষ। রাজনীতির পাশাপাশি এবার সংসার জীবনের খাতায় নাম লেখালেন বঙ্গ বিজেপির এই প্রাক্তন সাংসদ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


