- Home
- Lifestyle
- Lifestyle Tips
- বাজারে থিকথক করছে নকল ডিম! খেলেই শরীরের বারোটা বাজাছে, আসল চিনবেন কী করে?
বাজারে থিকথক করছে নকল ডিম! খেলেই শরীরের বারোটা বাজাছে, আসল চিনবেন কী করে?
বাজারে থিকথক করছে নকল ডিম! খেলেই বারোটা বাজাছে শরীরের, আসল চিনবেন কী করে?
17

Image Credit : Freepik
নকল ডিমে ভরে গিয়েছে বাজার! বাজার ছেয়ে গিয়েছে প্লাস্টিকের ডিমে। হুবহু আসল ডিমের মতো দেখতে এই নকল ডিম বাজারে ভরে গিয়েছে।
27
Image Credit : Pinterest
একেবারেই দেখে বোঝার উপায় নেই যে এই ডিম নকল। অনেকেই এই ডিম কিনে এনে ঠকছেন। এমনকী শরীরেরও মারাত্মক ক্ষতি হচ্ছে।
37
Image Credit : our own
বিশেষ ধরনের রাসায়নিক দিয়ে তৈরি হচ্ছে এই ডিম। দেশের বহু বাজারেই বিক্রি হচ্ছে এই উপাদান।
47
Image Credit : Freepik
তবে কী করে বুঝবেন যে এই ডিম আসল না নকল? খুব ভালো ভাবে লক্ষ্য করলে তফাৎ বোঝা যাবে।
57
Image Credit : our own
আসল ডিমের খোলস হয় একটু এবড়ো-খেবড়ো কিন্তু একদম মসৃণ হয় প্লাস্টিকের ডিমের খোলস।
67
Image Credit : Pexels
প্লাস্টিকের ডিম আসল ডিমের থেকে ওজনেও বেশ খানিকটা হালকা। একটু ভাল করে লক্ষ্য করলেই বোঝা যাবে।
77
Image Credit : Getty
তাই এবার ডিম কেনার আগে অবশ্যই যাথাযথ সাবধানতা ও সতর্কতা মেনে কিনতে হবে।
Latest Videos