- Home
- Lifestyle
- Lifestyle Tips
- বর্ষা এলেই ঘরে মাছি ভনভন করে? ধারে কাছে ঘেঁষবে না কীটপতঙ্গ, শুধু ঘর মোছার সময় মেনে চলুন এই ট্রিকস
বর্ষা এলেই ঘরে মাছি ভনভন করে? ধারে কাছে ঘেঁষবে না কীটপতঙ্গ, শুধু ঘর মোছার সময় মেনে চলুন এই ট্রিকস
বর্ষা এলেই ঘরে মাছি ভনভন করে? ধারে কাছে ঘেঁষবে না কীটপতঙ্গ, শুধু ঘর মোছার সময় মেনে চলুন এই ট্রিকস
- FB
- TW
- Linkdin
বর্ষায় মাছি তাড়াবেন কী করে?
নোংরা মেঝে পরিষ্কার করা অত্যন্ত কঠিন। বর্ষা এলেই ঘরে মাছির সংখ্যা বাড়ে। এ ছাড়াও ছোটখাট কীটপতঙ্গের উপদ্রব বাড়ে।
বর্ষায় মাছি তাড়াবেন কী করে?
ঘরের মেঝেতে লেবু ও নুন মিশিয়ে মেঝে পরিষ্কার করলে পোকামাকড়ের সমস্যা দূর হয়ে যায়।
বর্ষায় মাছি তাড়াবেন কী করে?
এক কাপ জলে সাবান মিশিয়ে ঘর মোছার জলে মিশিয়ে নয়ে ঘর মুছতে পারেন এতেও কীট পতঙ্গ ঘরে থাকে না।
বর্ষায় মাছি তাড়াবেন কী করে?
পোকা মাকড় তাড়াতে ভিনিগার অত্যন্ত উপকারী। একটা স্প্রে বোতলে ভিনিগার রেখে সেই স্প্রে ঘরের আনাচে-কানাচে বা মেঝেতে করলে ঝটপট পোকামকড় দূরে পালায়।
বর্ষায় মাছি তাড়াবেন কী করে?
এ ছাড়া এক কাপব জলে এক চামচ বেকিং সোডা ও সম পরিমাণ ভিনিগার মিশিয়ে ঘর মুছতে পারেন এতেও ঝকঝকে হয় ঘরের মেঝে।
বর্ষায় মাছি তাড়াবেন কী করে?
নিয়মিত ডেটল ফেলে ঘর মুছতে পারেন এতে কোনও পোকা-মাকড় ধারে কাছে ঘেঁষে না।
বর্ষায় মাছি তাড়াবেন কী করে?
পোকা-মাকড় তাড়াতে ন্যাপথলিন গুঁড়োও ব্যবহাকর করা যেতে পারে. ঘর মোছার জলে একটা গোটা ন্যাপথলিন গুঁড়ো করে দিয়ে দিন। এতে বর্ষায় মাছি ও পোকা-মাকড় ঘরে ঢুকতে পারবে না।
বর্ষায় মাছি তাড়াবেন কী করে?
তারপিন তেল মশা ও মাছি তাড়াতে ভীষণ সাহায্য করে। তাই মোছার জলে সামান্য তারপিন তেল দিয়েও ঘর মুছলে পোকা-মাকড় ও মাছির উপদ্রব কমে।