home decoration ideas: বাড়ির সামনের অংশকে সুন্দর ভাবে সাজিয়ে তুলতে পরিমিতি, পরিচ্ছন্ন এবং পরিকল্পনামাফিক কাজ করতে হবে। অগোছালো বা অতিরিক্ত সাজসজ্জা আপনার বাড়ির সামনের খোলা জায়গার শোভা বর্ধন করেনা।
home decoration ideas: বাড়ির সামনে খোলা ছোট্ট জায়গা থাকলেই, অনেকেই সেটিকে নিজের মতো করে সাজিয়ে তুলতে চান। কিন্তু শুধুমাত্র শৌখিনতা বা আবেগ দিয়ে সাজালেই যে তাতে সব সময় কাঙ্ক্ষিত সৌন্দর্য আসবে তা নয়। বরং কিছু ভুল পরিকল্পনা বা অযত্ন সেই জায়গার শোভা পুরোপুরি নষ্ট করে দিতে পারে। একটি বাড়ির বাহ্যিক সৌন্দর্য বাড়ির এবং বাড়ির মানুষজনের প্রতি ইতিবাচক মনোবৃত্তির প্রতিবিম্ব তৈরি করে। তাই ভুলভাবে খুব বেশি সাজানোর থেকে পরিকল্পনামাফিক ছিমছাম হালকা সজ্জা ও যত্ন নেওয়া বেশি কার্যকর।
১। অতিরিক্ত সাজসজ্জা নয়
অনেক সময় বাড়ির সামনের ছোট জায়গাটিতে অগুণতি মূর্তি, আর্টিফিশিয়াল আইটেম বা এলোমেলো গাছপালা বসিয়ে দেওয়া হয়। এতে জায়গাটি দেখতে ছোট এবং চোখে লাগে বেশি। বহির্সজ্জা শিল্পীরা পরামর্শ দেন, অতিরিক্ত সাজসজ্জা নয় বরং সহজ, পরিমিত পরিকল্পনা অনেক বেশি নান্দনিকতা এনে দেয়। ঘাসের সবুজ চাদর, কিছু সুপরিকল্পিত গাছপালা ও খোলা জায়গা রাখলে অনেক বেশি দৃষ্টিনন্দন লাগে।
২️। প্রবেশদ্বার সজ্জা উপেক্ষা করবেন না
বাড়ির প্রধান দরজাটিই অতিথির চোখে পড়ে প্রথমে। কিন্তু অনেকেই সেই দরজায় এমন অদ্ভুত রং বা সাজসজ্জা ব্যবহার করেন, যা পুরো বাইরের সৌন্দর্যকে অস্বস্তিকর করে তোলে।
শিল্পীদের পরামর্শ অনুযায়ী দরজার রং, হাতল ও ডিজাইন যেন বাড়ির সামগ্রিক লুকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। বাড়ির রঙ ও সামনের গার্ডেনের ধরন অনুযায়ী দরজার সৌন্দর্যও ঠিক করতে হবে।
৩। গাছ লাগান পরিকল্পনামাফিক
গাছের সঠিক যত্ন না নেওয়া হলে শুকিয়ে গিয়ে বা ঝোপঝার হয়ে গিয়ে দেখতে বাজে লাগবে। শুকিয়ে যাওয়া গাছ, এলোমেলো ঝোপ, এবং অগোছালো বেড়ে ওঠা লতাগুল্ম সামনের জায়গার সৌন্দর্য নষ্ট করে দেয়।শিরল্পীরা বলছেন, গাছ লাগানোর সময় আলোক, জলপ্রবাহ ও পরিসরের কথা মাথায় রাখতে হবে। নিয়মিত ছাঁটাই ও পরিচর্যা ছাড়া গাছপালা লাগালে শোভা বর্ধন হবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


