বাড়িতে পিঁপড়ে হলে কীভাবে তাড়াবেন জানেন? একটা লেবুতেই সব শেষ! জেনে নিন
- FB
- TW
- Linkdin
সাধারণত বাড়িতে পিঁপড়ে, পোকামাকড়, ইঁদুর আমাদের বিরক্ত করে। সেই তালিকায় পিঁপড়েও আছে। পিঁপড়ে বাড়ির দেয়াল, কাঠের জিনিসপত্র, বই ইত্যাদি ক্ষতি করে। অনেকের বাড়িতেই পিঁপড়ের উপদ্রব বেশি থাকে।
বিশেষ করে বর্ষাকালে পিঁপড়েরা খুবই সক্রিয় থাকে। এর প্রধান কারণ আর্দ্রতা। এছাড়াও এই সময়েই তারা বংশবৃদ্ধি করে। এই অবস্থায়, বাড়ির লোকেরা যদি প্রাথমিক পর্যায়েই পিঁপড়ের উপস্থিতি টের পান, তাহলে তা সহজেই সমাধান করা যায়।
সেক্ষেত্রে, আপনার বাড়িতে পিঁপড়ের উপদ্রব বেশি হলে কীভাবে তা স্থায়ীভাবে দূর করবেন, এই পোস্টে তা জেনে নিন।
লেবু এবং ভিনেগার:
পোকামাকড়, পিঁপড়ে দূর করতে লেবু খুবই কার্যকর। কারণ লেবুর সুগন্ধ পোকামাকড় পছন্দ করে না। এখন একটা পাত্রে এক চামচ লেবুর রস, দুই চামচ ভিনেগার নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এর সাথে প্রয়োজনীয় পরিমাণে পানি মিশিয়ে নিন। এবার এটা একটা স্প্রে বোতলে ভরে পিঁপড়ে আক্রান্ত স্থানে স্প্রে করুন। নিয়মিত এভাবে করলে, পিঁপড়ে সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। আর ফিরেও আসবে না।
লবঙ্গ:
বাড়ির পিঁপড়ে দূর করতে লবঙ্গ খুবই উপকারী। তবে এটি সরাসরি ব্যবহার করা যায় না। তাই এর জন্য একটা পাত্রে পানি নিয়ে তাতে লবঙ্গ দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। তারপর সেই পানি ঠান্ডা করে একটা স্প্রে বোতলে ভরে, পিঁপড়ে আক্রান্ত স্থানে স্প্রে করুন। নিয়মিত এভাবে করলে পিঁপড়ে সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে।
সাইট্রাস তেল:
কমলালেবু, লেবুতে প্রচুর পরিমাণে সাইট্রাস থাকে। তাই বাড়ির পিঁপড়ে দূর করতে সাইট্রাস তেল ব্যবহার করতে পারেন। সাইট্রাস তেল সব দোকানেই পাওয়া যায়। পিঁপড়ে দূর করতে পানিতে সাইট্রাস তেল মিশিয়ে একটা স্প্রে বোতলে ভরে, পিঁপড়ে আক্রান্ত স্থানে নিয়মিত স্প্রে করলে পিঁপড়ে সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে।
নিম তেল
বাড়ির পিঁপড়ে দূর করতে নিম তেল খুবই কার্যকর। এছাড়াও নিম তেলের গন্ধ পিঁপড়ে দূর করতে সাহায্য করে। এই তেল শুধু পিঁপড়েই নয়, বাড়ির ছোট ছোট পোকামাকড়, মশা, মাছিও দূর করে। এখন এই নিম তেল একটা কাপড়ে ভিজিয়ে পিঁপড়ে আক্রান্ত স্থানে মুছে দিলে পিঁপড়ে দূর হয়ে যাবে।