Gardening: গাছে সাদা পোকা লেগে গিয়েছে? বা ছত্রাকের সংক্রমণ হয়েছে। তাহলে তা তৎক্ষনাৎ নির্মূল করুন অন্যথায় মিলিবাগের সংক্রমণ ছারখার করে দিতে পারে আপনার শখের বাগান। কৃষি বিশেষজ্ঞদের মতে, মিলিবাগ পুষ্টি শুষে ক্ষতি করে গাছের। বিস্তারিত জানুন…             

Gardening: গাছে সাদা পোকা লেগে গিয়েছে? বা ছত্রাকের সংক্রমণ হয়েছে। তাহলে তা তৎক্ষনাৎ নির্মূল করুন অন্যথায় মিলিবাগের সংক্রমণ ছারখার করে দিতে পারে আপনার শখের বাগান। কৃষি বিশেষজ্ঞদের মতে, মিলিবাগ পুষ্টি শুষে ক্ষতি করে গাছের। তবে প্রাথমিক সতর্কতাই গাছ বাঁচাতে পারে।

"মিলিবাগ ছোটো হলেও গাছের জন্য বিপজ্জনক। প্রাথমিক শতর্কটাই গাছ বাঁচাতে পারে"। এমন সতর্ক বার্তাই দিলেন কৃষি বিশেষজ্ঞ রমেশ চৌধুরী। বিশেষজ্ঞরা মনে করেন, সময়মতো ব্যাবস্থা না নিলে গাছের সৌন্দর্য ও ফলন দুই-ই নষ্ট হতে পারে। তাই নিয়মিত পর্যবেক্ষণ ও প্রাকৃতিক সমাধান আপনার বাগানের গাছকে করে তুলবে সুস্থ্য ও ফলনশীল।

আসুন জেনে নিই, মিলিবাগ কী এবং কীভাবে গাছের ক্ষতি করে? মিলিবাগ হল এক ধরনের ক্ষতিকর কীটপতঙ্গ। এদের দেহ প্যারাবোলা আকৃতির এবং মুখে এন্টেনা ও চোষক থাকে। মিলিবাগ পাওয়া যায় পাতা, শিকড় এবং ফলে। এরা পোকার নিম্ফ এবং পুষ্প মঞ্জুরি দন্ড, কচি পাতা, ডগা, ফলের পুষ্পদন্ড- এসব অংশের রস চুষে খায়। এর ফলে গাছের আক্রান্ত অংশ সংকুচিত হয়ে শুকিয়ে যায়।

মিলিবাগ গাছের রস শুষে গাছকে দুর্বল করে দেয়, পাশাপাশি গাছের পাতা ও কচি ডাল হলুদ করে দেয়। ফুলের কুঁড়ি নষ্ট করে, ফলের বৃদ্ধি ব্ন্ধ করে দেয়। অকালে ফল ঝরে পড়ে। গোটা গাছে ছত্রাকের সংক্রমণ ছড়ায়।

মিলিবাগ দমনের উপায় :

১. আক্রান্ত গাছ থেকে অন্য গাছে মিলিবাগের বিস্তার রোধ করতে আক্রান্ত গাছটিকে আলাদা স্থানে রাখুন।

২. কিছুটা তুলো রাবিং অ্যালকোহলে ডুবিয়ে গাছের আক্রান্ত অংশে ঘষুন মিলিবাগ অপসারণের জন্য।

৩. তরল সাবান ও নিম তেল ৫ থেকে ১০ মিলি প্রতি ১ লিটার জলে মিশিয়ে স্প্রে করুন গাছে ১৫ দিন অন্তর ২ থেকে ৩ বার করে।

৪.মিলিবাগের লক্ষণগুলির জন্য নিয়মিত আপনার গাছপালা পরিদর্শন করুন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করুন

এভাবেই কয়েক দিন পর পর মিলিবাগ দমন ব্যবস্থা পুনরাবৃত্তি করুন যতদিন না গাছ একেবারে মিলিবাগ মুক্ত হচ্ছে পাশাপাশি গাছে ছত্রাক না ছড়াতে পারে তার জন্য সেরকম পরিবেশ তৈরী করুন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।