- Home
- Lifestyle
- Lifestyle Tips
- হোলির দিন শুধু মানুন এই নিয়ম! ধন-রত্নে ভরে যাবে আপনার সংসার, অভাব ঘেঁষবে না ধারে কাছে
হোলির দিন শুধু মানুন এই নিয়ম! ধন-রত্নে ভরে যাবে আপনার সংসার, অভাব ঘেঁষবে না ধারে কাছে
হোলির দিন শুধু মানুন এই নিয়ম! ধন-রত্নে ভরে যাবে আপনার সংসার, অভাব ঘেঁষবে না ধারে কাছে

হোলি একটি অত্যন্ত জনপ্রিয় উৎসব। এই উৎসবের জন্য বহুদিন ধরে অপেক্ষা করেন বহু মানুষ বছরের এই একটা দিন রঙিন হওয়ার দিন।
এই উৎসবের দিনই জীবন বদলে যেতে পারে সকলের জীবন শুধু মেনে চলতে হবে বিশেষ কয়েকটি বাস্তুর নিয়ম।
বাস্তুমতে, হোলি খেলার আগে আবির ঠাকুরের পায়ে সমর্পণ করে হোলি খেলা উচিত। এতে আবির সুদ্ধ হয়। আর সংসারের মঙ্গল হয়।
হোলির দিন বাড়িতে রঙ্গোলী দেওয়া অত্যন্ত শুভ। এতে ঘরের আয় বৃদ্ধি হয়। পারলে বাড়ির চারপাশে আলো জ্বালিয়ে রাখতে পারেন। এইদিন গৃহে লক্ষ্মীর প্রবেশ হয়।
পারলে হোলির দিন বাড়িতে পুজো রাখতে পারেন। এতে সংসারের শুভ হয়। এদিন আগে বাড়িতে পুজো করে হোলি খেললে সবার জীবনে শান্তি আসবে।
পারলে ফুল শুকিয়ে সেই ফুল দিয়ে আবির বানানো যেতে পারে এতে ত্বকে কোনও রকম ব়্যাশ হয় না। এবং এই আবিরের গুণাগুণও অঢেল।
কখনও কালো রঙের আবির ব্যবহার করবেন না। এতে মারাত্মক রকমের নেগেটিভ এনার্জি বহন করে আনে। সব সময় রঙিন আবির ব্যবহার করা উচিত।

