সারাক্ষণ ঘরে অশান্তি লেগে থাকছে? সংসারে শান্তি আনবে বাস্তুর এই নিয়ম
- FB
- TW
- Linkdin
ঘরে অশান্তি-বিবাদ লেগেই থাকে?
সংসারে সারাক্ষণ ঝগড়া, অশান্তি লেগেই রয়েছে? কিছুতেই শান্তি থাকছে না বাড়িতে?
ঘরে অশান্তি-বিবাদ লেগেই থাকে?
বাস্তুশাস্ত্র মানলে সংসারের অশান্তি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। কীভাবে? জেনে নিন
ঘরে অশান্তি-বিবাদ লেগেই থাকে?
বাস্তু বিশেষজ্ঞরা বলেন রপুরান আসবাব সংসারের অশান্তির মূল কারণ। তাই ঘর থেকে পুরান আসবাব দূর করুন। এই সব জিনিস ঘরে নিগেটিভি এনার্জি বয়ে আনে।
ঘরে অশান্তি-বিবাদ লেগেই থাকে?
ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘর-বাড়ি অপরিষ্কার থাকলে যেকোনও সময় বাস্তুদোষ দেখা যায় ও ঘরে ঝগড়া বিবাদ লেগেই থাকে।
ঘরে অশান্তি-বিবাদ লেগেই থাকে?
এ ছাড়া ঘরের নিগেটিভ এনার্জি কাটাতে সাহায্য করে নুন। ঘর মোছার জলে সামান্য নুন দিলেই বাস্তুদোষ কেটে যায়।
ঘরে অশান্তি-বিবাদ লেগেই থাকে?
সদর দরজার সামনে অপরিষ্কার থাকলে ঘরে অশান্তি বিবাদ লেগে থাকে। তাই নিয়ম করে সদর দরজার সামনে পরিষ্কার রাখতে হবে।
ঘরে অশান্তি-বিবাদ লেগেই থাকে?
কখনই সদর দরজার সামনে কোনও আবর্জনা ফেলে রাখবেন না এতে সংসারে লক্ষ্মী থাকে না।
ঘরে অশান্তি-বিবাদ লেগেই থাকে?
এ ছাড়া ঘরে পজিটিভ এনার্জি এনে দিতে পারে সুগন্ধ। সুগন্ধিত ঘর থাকা মানে সেখানে সুখ শান্তি বিরাজ করা তাই স্নীগ্ধ রুম ফ্রেশনার ব্যবহার করলে অশান্তি বিবাদ দূর হবে।