প্রতি মাসের নির্দিষ্ট সময়। একটি মেয়ের শরীরের অস্বস্তি, রাগ, খিটখিটে মেজাজ থেকে শুরু করে মানসিকভাবে একদম ভেঙে পড়া। এই নির্দিষ্ট সময়ই হল মাসিক বা ঋতুচক্রের সময়। আর তার সঙ্গে বাড়তি পাওনা কিছু মানসিক লক্ষণ, যাকে সামলাতে হিমশিম খেতে হয় কোনও মেয়েকে। একটি মেয়ের পাঁচদিনের শারীরিক কষ্ট, ক্র্যাম্প, সারা শরীরে যন্ত্রণা, তার সঙ্গে মুড পরিবর্তন থেকে ইমোশনের জ্বালা। কিন্তু কিছু নিয়ম আছে, যা না মানলে শরীরের বড়সড় ক্ষতি ডেকে আনবেন মহিলারা। জানেন কী সেগুলো?