- Home
- Lifestyle
- Lifestyle Tips
- ১০ বছরের মধ্যে আকাশ ছোঁয়া হবে রূপার দাম! যতো পারেন কিনে রাখুন পরামর্শ দিলেন কিওসাকি
১০ বছরের মধ্যে আকাশ ছোঁয়া হবে রূপার দাম! যতো পারেন কিনে রাখুন পরামর্শ দিলেন কিওসাকি
- FB
- TW
- Linkdin
কোটিপতি হতে চাইলে এবার সব ছেড়ে রূপা কিনুন! আকাশছোঁয়া দাম হতে চলেছে রূপার। এমনই জানালেন মার্কিন ব্যবসায়ী ও বিখ্যাত লেখক 'Rich Dad Poor Dad' -এর লেখক রবার্ট টি কিওসকি।
এই বিখ্যাত ব্যবসায়ী জানিয়েছেন যে দ্রুত বাড়বে রূপার দাম। এর যতো ব্যবহার বাড়বে তত এর দাম বাড়বে। রূপার জন্য ছোটখাটো বিনিয়োগও পরে দারুণ মুনাফা এনে দেবে।
সম্প্রতি তিনি আবারও সোশ্যাল মিডিয়ায় মানুষদের রূপায় টাকা লাগানোর পরামর্শ দিয়েছেন। কিওসাকি জানিয়েছেন রূপা কিনলেই ভবিষ্যৎ সুরক্ষিত হবে।
বেশি না হলেও মাঝে মধ্যে একটা রূপার মুদ্রা কিনতে বলেছেন কিওসাকি। কিন্তু অবশ্যই রূপায় বিনিয়োগ করে যেতে হবে।
কিন্তু কেন এত বাড়তে পারে রূপার দাম? এই প্রসঙ্গে কিওসাকি জানিয়েছেন, আসলে সোনার তুলনায় বেশ অনেকটা বেশি শিল্পগুণ রয়েছে।
ফোন এবং EV-গাড়ির সোলার প্যানেলে রূপা ব্যবহার করা হয়।শুধু তাই নয়, বেশ কিছু ওষুধে ব্যাপক ব্যবহার রয়েছে রূপার।
তাই যতো চাহিদা বাড়ছে ততই বাড়তে পারে রূপার দাম। এই কারণেই রূপায় বিনিয়োগ করতে বলছেন কিওসাকি।