Vastu Tips: পুজোর সময় কীভাবে বাস্তু মতে নিজের ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন এবং তার শ্রীবৃদ্ধি বাড়িয়ে তুলবেন রইল তার কিছু টিপস।

Vastu Home: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তবে বাঙালির সবচেয়ে বড় উৎসব হল দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো আসতে মাত্র কয়েক সপ্তাহ বাকি। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী। পুজো মানেই আচার-অনুষ্ঠান, বিভিন্ন রীতি-নীতি পালন করা হয়। দুর্গাপুজো ঘিরে আপামর বাঙালির আবেগ থাকে। আর সেই সমস্ত রীতিনীতি মেনে যদি মা দুর্গাকে আহ্বান জানানো হয় তাহলে তাঁর আশীর্বাদ জীবনে সুখ-শান্তি নিয়ে আসে। তাই জেনে নিন দুর্গাপুজোর সময় বাস্তু মেনে কিছু আচার অনুষ্ঠান এবং রীতিনীতি অনুযায়ী কোন কোন কাজগুলি করলে আপনার ঘরে সুখ শান্তি সর্বদা বজায় থাকবে।

পুজোর সময় কী করবেন আর কী করবেন না?

পুজোর সময় বাড়িতে সুখ সমৃদ্ধি শান্তি ও অর্থনৈতিক সমৃদ্ধি আনতে বাস্তুমতে কিছু টিপস মেনে চলাটা খুবই প্রয়োজন। জেনে নিন তার কিছু টিপস-

  • বাড়ির মূল দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সেখানে স্বস্তিক ও আম্রপল্লবের তোরণ করা খুব শুভ বলে মনে করা হয়।
  • ঘর পরিষ্কার করার সময় সব সময় উত্তর-পূর্ব দিক থেকে শুরু করতে হয়। এবং শেষ করতে হয় দক্ষিণ-পশ্চিম দিক হয়ে। মনে করা হয়, উত্তর-পূর্ব দিক ঈশ্বরের বাস। তাই এই দিক থেকে যদি কোনও কাজ শুরু করা হয় তাহলে তা শুভ হয় বলে মনে করা হয়।
  • পুজোর সময় কারণে-অকারণে কারও সঙ্গে বিবাদ বা ঝামেলায় জড়াবেন না। দুর্গাপুজো হল আনন্দের উৎসব। বাস্তুশাস্ত্র মতে দুর্গাপূজোর সময় যদি ঝামেলার মধ্যে পড়েন তাহলে আপনার এবং আপনার চারিপাশে নেগেটিভ এনার্জি সৃষ্টি করবে যা আপনার উন্নতিকে বাধা দেবে। 
  • শোবার ঘর কখনও অপরিষ্কার বা অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে ভরে রাখবেন না। এছাড়া রান্নাঘরেও ময়লা বাসন বা ডাস্টবিন খোলা অবস্থায় রেখে দেবেন না। কারণ, এ সমস্ত জিনিস থেকে ঘরে রোগ-ভোগ ও সুখ-শান্তির অভাব এবং শোকের ছায়া পড়ে। 
  • দুর্গাপুজোর সময় শুধুমাত্র তামার পাত্র ব্যবহার করা খুবই উপযোগী বলে মনে করা হয়। বাস্তু মতে দুর্গাপুজোর সময় লোহা বা স্টিলের আসনপত্র ব্যবহার নিষিদ্ধ। বাড়িতে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করতে চাইলেই নিয়মগুলো অবশ্যই মেনে চলতে চেষ্টা করবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।