- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Winter Care: শীতকালে হাত-পা শুষ্কতা দূর করার ৬টি টিপস! জেনে নিন কী মাখবেন?
Winter Care: শীতকালে হাত-পা শুষ্কতা দূর করার ৬টি টিপস! জেনে নিন কী মাখবেন?
- FB
- TW
- Linkdin
শীতকাল আমাদের সবার খুব প্রিয় ঋতু। কিন্তু এই ঋতুতে ত্বকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে অন্যতম একটি সমস্যা হল ত্বকের শুষ্কতা। বলা বাহুল্য, আমাদের শরীরের কোনও ক্ষতি ছাড়াই ভালো থাকে হাত-পা। কিন্তু শীতকালে অতিরিক্ত ঠান্ডা বাতাসের কারণে হাত-পায়ের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে শুষ্কতা দেখা দেয়, চুলকানি.. ফাটা-ফাটা দেখায়।
শীতকালে হাত-পায়ের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। তবে তার জন্য কৃত্রিম উপায়ে তৈরি ক্রিম ব্যবহার করার পরিবর্তে, প্রাকৃতিক উপায়ে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে যত্ন নিলে হাত-পা শুষ্কতা দূর হয়ে মসৃণ থাকবে।
নারকেল তেল:
প্রতিদিন রাতে ঘুমানোর আগে হাত-পায়ে নারকেল তেল লাগিয়ে ঘুমালে শীতকালে শুষ্কতা রোধ হয়।
জলপাই তেল:
শীতকালে প্রতিদিন রাতে ঘুমানোর আগে হাত-পায়ে জলপাই তেল লাগালে ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতা পাওয়া যায়। এর ফলে হাত-পায়ের শুষ্কতা দূর হয়।
জলপাই তেল এবং মধু:
জলপাই তেলের সাথে অল্প পরিমাণ মধু এবং চিনি মিশিয়ে হাত-পায়ে স্ক্রাব করলে ত্বকের মৃত কোষ দূর হয়। এর ফলে ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতা পাওয়া যায় এবং ত্বক উজ্জ্বল দেখায়।
দই:
দই একটি ভালো ময়েশ্চারাইজার। শীতকালে প্রতিদিন হাত-পায়ে দই লাগিয়ে ২০ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এটি ত্বকে আর্দ্রতা ধরে রাখবে।
দুধ:
শীতকালে প্রতিদিন দুধ দিয়ে হাত-পায়ে লাগিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেললে ত্বকের মৃত কোষ দূর হয় এবং ত্বকে আর্দ্রতা পাওয়া যায়।
ওটস:
ওটস গুঁড়ো করে তাতে অল্প দুধ মিশিয়ে হাত-পায়ে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বকের মৃত কোষ দূর হয় এবং ত্বকে আর্দ্রতা পাওয়া যায়।