সংক্ষিপ্ত

  • শীতের হিমেল হাওয়ার ক্রমশ রুক্ষ হয়ে যাচ্ছে ত্বক
  • অফিসের ব্যস্ততার ফলে ত্বকের প্রতি নজর দেওয়া হয় না
  • ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা নষ্ট হতে থাকে ধীরে ধীরে
  • ঘরোয়া পদ্ধতিতে নাইটক্রীম তৈরি করে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখুন 

শীতের হিমেল হাওয়ার ক্রমশ রুক্ষ হয়ে যাচ্ছে ত্বক। আর সারাদিনে অফিসের ব্যস্ততার ফলে অনেকটা সময় ত্বকের প্রতি নজর দেওয়া হয় না। সারাদিন ধরে বাইরের ধুলো, পলিউশন ছাড়াও সারা দিনের ক্লান্তি আপনার ত্বকের ক্ষতি করে। ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা নষ্ট হতে থাকে ধীরে ধীরে। তাই রাতের সময় চাইলেই ত্বকের যত্ন নেওয়া সম্ভব। আমাদের ত্বকের প্রয়োজনীয় পুষ্টি এবং পরিচর্যা করা যায় ঘুমিয়ে ঘুমিয়েই। এটা অবশ্যই জেনে রাখা দরকার যে, দিনে এবং রাতে দুটি আলাদা সময়ে আমাদের ত্বকের চাহিদাও আলাদা থাকে। তাই আমরা একই ক্রিম দুটি সময় ব্যবহার করলে স্কীনের সমস্যার কোনও সমাধান হবে না। তাই আপনি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে নাইটক্রীম তৈরি করে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখুন শীতকালেও।

তবে দেখে নেওয়া যাক এই নাইট ক্রিম তৈরী করতে কি কি উপাদান প্রয়োজন-

আরও পড়ুন- শীতকালে মেকআপ করতে সমস্যা, জেনে নিন এর সমাধানের সহজ পথ


১/২ কাপ আমন্ড তেল
১/২ কাপ নারকেল তেল
৪ টেবিল চামচ গোলাপ জল
৪ টেবিল চামচ গ্লিসারিন

আরও পড়ুন- শরীরের ওজন কমাতে চান, প্রতিদিন পাতে রাখুন সবেদা

কিভাবে বানাবেন-

একটি স্টেইনলেস স্টীল প্যানে আমন্ড তেল গরম হতে দিন। গরম হয়ে গেলে তাতে নারকেল তেল দিয়ে দিন। এই দুই তেল খুব ভাল করে ফুটতে দিন। যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে গোলাপ জল দিয়ে দিন এবং ভাল করে মিশিয়ে দিন। এরপর দিয়ে দিন গ্লিসারিন। দেখবেন ঘন হয়ে ক্রিম তৈরি হয়ে গেছে। এয়ারটাইট কন্টেনারে ক্রিমটি সংগ্রহ করতে পারেন। নিজের ক্রিম নিজেই তৈরি করে শীতেও পান নরম তুলতুলে ত্বক।