সংক্ষিপ্ত

  • সপ্তাহে আর ৬ দিন কাজ নয়
  •  ৬দিন কাজের বদলে এবার হল ৫দিন কাজ
  • পুরোপুরি ২ দিন ছুটি ঘোষনা করল সরকার
  • ২৯ ফেব্রুয়ারি থেকেই কার্যকরী হচ্ছে এই নিয়ম

সপ্তাহে আর ৬ দিন কাজ নয়, এবার থেকে কমে তা হল ৫ দিন। সপ্তাহে ৬দিন কাজের বদলে এবার হল ৫দিন কাজ। ছুটির দিন বৃদ্ধি পেয়ে তা দাঁড়াল ২ দিনে। পুরোপুরি ২ দিন ছুটি ঘোষনা করল সরকার। রাজ্য সরকারী কর্মচারীদের জন্য এই সিন্ধান্ত নিয়েছে সরকার। জানা গিয়েছে, এক সপ্তাহে করতে হবে ৬দিনের বদলে ৫ দিন কাজ। আর ছুটি থাকবে পুরোপুরি ২ দিন।

আরও পড়ুন- মহামারির আকার ধারণ করোনা ভাইরাসের, একদিনে বলি ২৪২ জন

বিশ্বের অন্যান্য দেশে এই নিয়ম থাকলেও ভারতে এই নিয়ম পাকাপাকি ভাবে চালু নয়। কর্মক্ষেত্রে কম ছুটির তালিকায় বিশ্বে প্রায় প্রথম দিকেই রয়েছে আমাদের দেশ। দেশের কিছু কিছু সংস্থায় সপ্তাহে ২দিন করে ছুটি থাকলেও তার সংখ্যা বেশ কম। আবার বহু সমস্থায় শনিবার হাফ ডে-র নিয়মও রয়েছে। এবার কর্মীদের কথা ভেবে এমনই এক নজির সৃষ্টি করতে চলেছে মহারাষ্ট্র সরকার।

আরও পড়ুন- বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটান, মেনে চলুন জীবনে সুখী হওয়ার ১০ টোটকা

বুধবার মহারাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জানা গিয়েছে আগামী, ২৯ ফেব্রুয়ারি থেকেই কার্যকরী হচ্ছে এই নিয়ম। মহারাষ্ট্রের রাজ্য সরকারী কর্মীদের জন্য এই খবর খুশীর বার্তা নিয়ে এসেছে। উদ্ধব ঠাকরের সরকার চালু করেছে এই নিয়ম। এখন থেকে আর ৬দিন নয়, কাজ করুন মাত্র ৫ দিন।